০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

গাজীপুরে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন বিএনপি নেতা মান্নান

বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা এম এ মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সালনা এলাকার হাবিবুল্লাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম জানাজা, পরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়।
এম এ মান্নান গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। মাঝে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে তিনি বাড়িতে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজ্জাম্মেল হক, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ও মান্নান পুত্র মঞ্জুরুল করিম রনি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কয়েক হাজার সাধারণ মানুষ।

এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়া, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এম এ মান্নান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

গাজীপুরে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন বিএনপি নেতা মান্নান

প্রকাশিত : ০৭:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা এম এ মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সালনা এলাকার হাবিবুল্লাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম জানাজা, পরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়।
এম এ মান্নান গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। মাঝে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে তিনি বাড়িতে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজ্জাম্মেল হক, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ও মান্নান পুত্র মঞ্জুরুল করিম রনি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কয়েক হাজার সাধারণ মানুষ।

এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়া, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এম এ মান্নান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ