একাধিক গানে কোটির বেশি ইউটিউব ভিউ পেয়েছেন গগন সাকিব। বিশেষ করে তরুণদের মাঝে তার রয়েছে দারুল জনপ্রিয়তা। এরই রেশ ধরে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে গগন সাকিবের নতুন মিউজিক ভিডিও ‘দু:খের কারাগার’। এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্ল‚য়েন্সার নোবেল মাহমুদ ও পিংকী বিশ্বাস। গানের কথা লিখেছেন মিরাজ মাসুদ। গানটির সুর করেছেন গগন সাকিব নিজেই। রাজ হৃদয়ের সংগীতায়োজনে গানটি গগন সাকিব একেবারে তার স্টাইল এবং ধারা বজায় রেখেই গেয়েছেন। গল্পনির্ভর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইয়াসিন আরাফাত বিহন। ভিডিওটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। নতুন গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘দু:খের কারাগার একেবারেই আমার শ্রোতাদের গান। একই ব্যানারে আমার আরো কিছু নতুন গান আসছে। সেখানে শ্রোতারা অনেক নতুনত্ব খুঁজে পাবেন।’
ভিডিও লিংক:
১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
গগন সাকিবে নতুন ভিডিও গান ‘দু:খের কারাগার’ (ভিডিও)
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- 146
জনপ্রিয়
























