০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আলোচনায় মিলনের সখী ভালোবাসা কারে কয় রিটার্নস

দশ বছর আগে সখী ভালোবাসা কারে কয় গানের মধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ মিলন। প্রথম গানেই আশাতীত সাড়া পেয়েছিলেন। গানটির দশ বছর পূর্তিতে নতুন সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে সখী ভালোবাসা কারে কয় রিটার্নস। আর প্রকাশের পর থেকেই গানটি আশাতীত সাড়া জাগিয়েছে। ইউটিউবে এর মধ্যেই গানটি প্রায় দেড় মিলিয়ন ভিউ পেয়েছে। ঈদে প্রকাশিত গানগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলেছে মিলনের এই গানটি। সজীবের কথায় মূল গানটির সংগীতায়োজন করেছিলেন ইমরান মাহমুদুল। আর পুন:সংগীতায়োজন করেছেন রাফী মোহাম্মদ। শুভ্র মেহরাজের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন মোহাম্মদ মিলন ও অলঙ্কার চৌধুরী। গানটি সিডি চয়েসের ঈদ আয়োজনে মুক্তি পাবে। এই গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন বলেন, ‘এই গানটি আমার জীবনের প্রথম মৌলিক গান। আমার ক্যারিয়ারের ভিত এই গানের উপর দাঁড়িয়ে। পুরনো দিনকে নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য শ্রোতাপছন্দের শীর্ষে থাকা গানটি নতুন করে প্রকাশ পেল। সত্যি বলতে কী গানটি নিয়ে আশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আলোচনায় মিলনের সখী ভালোবাসা কারে কয় রিটার্নস

প্রকাশিত : ০৫:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

দশ বছর আগে সখী ভালোবাসা কারে কয় গানের মধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ মিলন। প্রথম গানেই আশাতীত সাড়া পেয়েছিলেন। গানটির দশ বছর পূর্তিতে নতুন সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে সখী ভালোবাসা কারে কয় রিটার্নস। আর প্রকাশের পর থেকেই গানটি আশাতীত সাড়া জাগিয়েছে। ইউটিউবে এর মধ্যেই গানটি প্রায় দেড় মিলিয়ন ভিউ পেয়েছে। ঈদে প্রকাশিত গানগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলেছে মিলনের এই গানটি। সজীবের কথায় মূল গানটির সংগীতায়োজন করেছিলেন ইমরান মাহমুদুল। আর পুন:সংগীতায়োজন করেছেন রাফী মোহাম্মদ। শুভ্র মেহরাজের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন মোহাম্মদ মিলন ও অলঙ্কার চৌধুরী। গানটি সিডি চয়েসের ঈদ আয়োজনে মুক্তি পাবে। এই গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন বলেন, ‘এই গানটি আমার জীবনের প্রথম মৌলিক গান। আমার ক্যারিয়ারের ভিত এই গানের উপর দাঁড়িয়ে। পুরনো দিনকে নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য শ্রোতাপছন্দের শীর্ষে থাকা গানটি নতুন করে প্রকাশ পেল। সত্যি বলতে কী গানটি নিয়ে আশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ