করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই রয়েছে। তবে এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৯ জন। একদিনে শনাক্তদের মধ্যে ১০১ জনই ঢাকা মহানগর ও ২ জন নারায়ণগঞ্জের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে ৪ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে সারাদেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৩৩০টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। এদিকে, একদিনে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৯১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।