গত ১২ জুন ২০২২ ইং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন সময় স্থানীয় বহিরাগত কিছু বখাটে ছেলে বিদ্যালয়ের ২য় তলায় উঠে ছবি তোলার চেষ্টা করে। এসময়, স্কুলের কয়েকজন শিক্ষিকা বখাটে ছেলেদের স্কুল থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়।
উক্ত দিন বিকেলে স্কুল শেষে কয়েকজন শিক্ষিকা অটোরিকশা যোগে স্কুল হতে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ থানাধীন তালিয়াপাড়া এলাকায় বখাটেরা তাদের অটোরিক্সার গতিরোধ করে। এসময় তারা শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত, শ্লীলতাহানী ও অকথ্য ভাষায় গালি গালাজ করে। উক্ত ঘটনায় বখাটে ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্ণিত বিষয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
বর্ণিত বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রতিতে র্যাব উক্ত বখাটেদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গতকাল রাতে কিশোরগঞ্জ ও রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামি সৌরভ মিয়া বাবু(১৭)সোহান হিরা(১৭)সীমান্ত(১৭)উক্ত ঘটনার প্রধান আসামী ও মূলহোতা আল আমিন সোহেল ভিআইপি রানা প্রিন্স রানা (২২)কিশোরগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সোহেল@ ভিআইপি রানা প্রিন্স রানা এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে এবং নেতৃত্ব প্রদান করে।সে তার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের বেশকিছুদিন যাবত উত্যক্ত করে আসছিল।
এই চক্রের অন্য সদস্যরাও বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত। সে বিবাহিত হওয়া সত্তেও দীর্ঘদিন যাবত স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করত। এক্ষেত্রে কোন ছাত্রী প্রতিবাদ করতে চাইলে সে তাদের এসিড নিক্ষেপের হুমকিও প্রদান করত। স্থানীয় কেউ বাধা প্রদান বা প্রতিবাদ করলে গ্রেফতারকৃত সোহেল এর নেতৃত্বে উক্ত চক্রের সদস্যরা তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এবং রাস্তাঘাটে হেনস্থা করত।
বর্ণিত ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এবং শিক্ষার্থীরা বিচারের দাবীতে মানববন্ধন করলে জড়িতরা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















