০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

পাঁচ বছরে অন্যতম শক্তিশালী ব্যাংক হবে পদ্মা

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পদ্মা ব্যাংক বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাংক হবে বলে মন্তব্য করেছেন আর্থিক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান। রাজধানীর গুলশান-২-এ বুধবার পদ্মা ব্যাংক লিমিটেডের ৫৯তম শাখা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ বলেন,‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়ে গেছে। পদ্মা ব্যাংকও পিছিয়ে থাকবে না। ব্যাংকের উন্নতির জন্য শক্তিশালী ম্যানেজমেন্ট টিম নিয়ে আমরা কাজ করছি।‘আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পদ্মা বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাংকে পরিণত হবে।’গুলশান অ্যাভিনিউয়ে ডাইনেস্টি টাওয়ারে পদ্মা ব্যাংকের নতুন শাখা থেকে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেয়া হবে। গ্রাহকরা প্রায়োরিটি ব্যাংকিং, উইমেন ব্যাংকিং, স্টুডেন্ট ফাইলের মতো বিশেষ সেবাসহ অন্যান্য প্রচলিত ব্যাংকিং সেবা পাবেন সেখানে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি বলেন, ‘আমরা চারটি প্রাইমারি ফান্ডামেন্টাল নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বিজনেস, গুড গভর্ন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স, অপারেশনাল ফান্ডামেন্টাল অফ দ্য ব্যাংক এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজিটাইলেজেশন। গ্রাহকের জন্য খুব শিগগিরই পদ্মা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং চালু করা হবে।’তিনি বলেন, ‘গ্রাহকদের চাহিদা আর আকাঙ্ক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে শাখাটিকে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে পদ্মা ব্যাংকের এই শাখায় ব্যাংকিং সেবায় থাকছে বিশেষ চমক।‘এ শাখায় সর্বোত্তম আধুনিক সেবার পাশাপাশি সুপরিসর প্রায়োরিটি সেবা, গ্রাহকদের লকার সেবা নিশ্চিত করা হয়েছে। আশা করি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারব।’পদ্মা ব্যাংকের অগ্রগতি নিয়ে এ কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি কেন্দ্রীয়করণ রূপান্তর শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিংয়ের পর সেন্ট্রালাইজড বন্ড চালু করা হলো।

এতে করে গ্রাহকদের কাছে আরও স্বচ্ছতা বেড়ে গেল ব্যাংকটির।‘গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক তাদের নিবিড় পর্যবেক্ষণ জোরদার করে চলেছে।’নতুন গতিতে নতুন পথচলায় পদ্মা ব্যাংকের ওপর আস্থা রেখে লেনদেন করতে গ্রাহকদের অনুরোধ জানান তারেক রিয়াজ খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দ্য সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, মিরপুর ডিওএইচএস পরিষদের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহফুজুল হক এবং টিএমএসের পরিচালক (ফাইন্যান্স-২) মো. আবুল বাশার ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, এসইভিপি ও হেড অফ করপোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, এসইভিপি ও সিএফও বাদল কুমার নাথ, এসভিপি ও গুলশান-২ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আহাদ উল্লাসহ অনেকে।

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

পাঁচ বছরে অন্যতম শক্তিশালী ব্যাংক হবে পদ্মা

প্রকাশিত : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পদ্মা ব্যাংক বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাংক হবে বলে মন্তব্য করেছেন আর্থিক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান। রাজধানীর গুলশান-২-এ বুধবার পদ্মা ব্যাংক লিমিটেডের ৫৯তম শাখা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ বলেন,‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়ে গেছে। পদ্মা ব্যাংকও পিছিয়ে থাকবে না। ব্যাংকের উন্নতির জন্য শক্তিশালী ম্যানেজমেন্ট টিম নিয়ে আমরা কাজ করছি।‘আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পদ্মা বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাংকে পরিণত হবে।’গুলশান অ্যাভিনিউয়ে ডাইনেস্টি টাওয়ারে পদ্মা ব্যাংকের নতুন শাখা থেকে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেয়া হবে। গ্রাহকরা প্রায়োরিটি ব্যাংকিং, উইমেন ব্যাংকিং, স্টুডেন্ট ফাইলের মতো বিশেষ সেবাসহ অন্যান্য প্রচলিত ব্যাংকিং সেবা পাবেন সেখানে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি বলেন, ‘আমরা চারটি প্রাইমারি ফান্ডামেন্টাল নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বিজনেস, গুড গভর্ন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স, অপারেশনাল ফান্ডামেন্টাল অফ দ্য ব্যাংক এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজিটাইলেজেশন। গ্রাহকের জন্য খুব শিগগিরই পদ্মা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং চালু করা হবে।’তিনি বলেন, ‘গ্রাহকদের চাহিদা আর আকাঙ্ক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে শাখাটিকে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে পদ্মা ব্যাংকের এই শাখায় ব্যাংকিং সেবায় থাকছে বিশেষ চমক।‘এ শাখায় সর্বোত্তম আধুনিক সেবার পাশাপাশি সুপরিসর প্রায়োরিটি সেবা, গ্রাহকদের লকার সেবা নিশ্চিত করা হয়েছে। আশা করি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারব।’পদ্মা ব্যাংকের অগ্রগতি নিয়ে এ কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি কেন্দ্রীয়করণ রূপান্তর শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিংয়ের পর সেন্ট্রালাইজড বন্ড চালু করা হলো।

এতে করে গ্রাহকদের কাছে আরও স্বচ্ছতা বেড়ে গেল ব্যাংকটির।‘গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক তাদের নিবিড় পর্যবেক্ষণ জোরদার করে চলেছে।’নতুন গতিতে নতুন পথচলায় পদ্মা ব্যাংকের ওপর আস্থা রেখে লেনদেন করতে গ্রাহকদের অনুরোধ জানান তারেক রিয়াজ খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দ্য সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, মিরপুর ডিওএইচএস পরিষদের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহফুজুল হক এবং টিএমএসের পরিচালক (ফাইন্যান্স-২) মো. আবুল বাশার ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, এসইভিপি ও হেড অফ করপোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, এসইভিপি ও সিএফও বাদল কুমার নাথ, এসভিপি ও গুলশান-২ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আহাদ উল্লাসহ অনেকে।