চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় ২৫ ই আগস্ট বৃহস্পতিবার আনুমানিক ভোর পাঁচটায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুল গফুর ভূঁইয়া(৫০)।নিহত আব্দুল গফুর ছদাহা ৪ নং ওয়ার্ডের মোজাফফর আহমেদের পুত্র,চার ভাই দুই বোনের মধ্যে আব্দুল গফুর সবার বড়, নিহত আব্দুল গফুরের ছোট ভাই আবু তাহের জানায়,ভোর পাঁচটার সময় মাছ ধরার উদ্দেশ্যে নয়কালের মুখ যাওয়ার জন্য রওনা দিলে হাসমতের দোকান এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে সে নিহত হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,চট্টগ্রামগামী চট্টমেট্রো গ ১২১৪৫৫ প্রাইভেট কারটি পথচারী আব্দুল গফুরকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে সে নিহত হয়। লাশ ও গাড়িটি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ড্রাইভার পলাতক মামলা প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























