লালমনিরহাটের হাতীবান্ধায় খেটে খাওয়া সাধারণ মানুষের সুবিধার্থে ৩০ টাকা দরের ওএমএস’র চাউল বিক্রির উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার মেডিকেল মোড়ে উক্ত চাউল বিক্রির উদ্ধোধন করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন।
এ সময় হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার সিংহ, সহ-সভাপতি আমজাদ হোসেন তাজু, নূরল হক, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা খাদ্য গুদামের উপ-পরিদর্শক জিতেন্দ্র নাথ ও ওএমএস চাউল বিক্রির ডিলার সেলিনা বেগম।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, সাময়িক দ্রব্য মূল্য পরিস্থিতির কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে ৩০ টাকা দরের ওএমএস চাউলের ব্যবস্থা করেছেন। সপ্তাহে ৫দিন চাউল বিক্রি ও প্রত্যেকে ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।
বিজনেস বাংলাদেশ/হাবিব