পরশুরামে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার (এমপি)।
সোমবার ১২ই সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ফেনী ১আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সহকারী কমকতা (ভূমি) কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, পরশুরাম মডেল থানার (ওসি তদন্ত) পার্থ পথিব দেব, জেলা জাসদের সভাপতি মাষ্টার নুরুল আমিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজুমদার, জেলা জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুসনা আক্তার রুমী প্রমুখ।
প্রধান অতিথি বিভিন্ন স্কুলের শিক্ষকদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব