০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সপ্তমী উদযাপিত, মহাঅষ্টমী আজ 

শাঁখের ধ্বনি, ধূপের সুগন্ধি, ঢাক-করতাল-কাঁসার বাদ্যের তালে আরতির মাধ্যমে সারা দেশে দুর্গাপূজার মণ্ডপে সপ্তমী উদযাপিত হয়েছে গতকাল। মহাঅষ্টমীতে আজ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল দুর্গাপূজার অন্তিম দিন মহানবমী। মহাসপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিতপূজা করা হয়। পূজা শেষে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি গ্রহণ করেন ভক্তরা মেতেছেন আনন্দে। প্রতিটা মন্ডপে পড়েছে ভক্তদের ঢল। 
সোমবার ৩ অক্টোবর দুর্গোৎসবের মহা অষ্টমী উদযাপন হবে। ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারিপূজার প্রচলন করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, সারা দেশে এবার ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। গত বছরের চেয়ে এবার মণ্ডপ বেড়েছে ৫০টি। আর ঢাকা মহানগর এলাকায় এবার দুর্গামণ্ডপ করা হয়েছে ২৪২টি।
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

সপ্তমী উদযাপিত, মহাঅষ্টমী আজ 

প্রকাশিত : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
শাঁখের ধ্বনি, ধূপের সুগন্ধি, ঢাক-করতাল-কাঁসার বাদ্যের তালে আরতির মাধ্যমে সারা দেশে দুর্গাপূজার মণ্ডপে সপ্তমী উদযাপিত হয়েছে গতকাল। মহাঅষ্টমীতে আজ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল দুর্গাপূজার অন্তিম দিন মহানবমী। মহাসপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিতপূজা করা হয়। পূজা শেষে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি গ্রহণ করেন ভক্তরা মেতেছেন আনন্দে। প্রতিটা মন্ডপে পড়েছে ভক্তদের ঢল। 
সোমবার ৩ অক্টোবর দুর্গোৎসবের মহা অষ্টমী উদযাপন হবে। ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারিপূজার প্রচলন করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, সারা দেশে এবার ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। গত বছরের চেয়ে এবার মণ্ডপ বেড়েছে ৫০টি। আর ঢাকা মহানগর এলাকায় এবার দুর্গামণ্ডপ করা হয়েছে ২৪২টি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব