জন্মদিনে ভিন্নরকম এক আয়োজনে সারপ্রাইজ হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীর বনানীর ১১ নাম্বার রোড়ের দেশের জনপ্রিয় বিউটিশিয়ান পিয়া’স বিউটি এসেনসিয়ালসে (Piya’s beauty Essentials ) টালিউড কুইন অপু বিশ্বাসের জম্মদিন পালন করা হয় ।
জন্মদিন নিয়ে ঢালিউড কুইন সাংবাদিকদের জানান, ‘আমি আমার একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে কলকাতায় গিয়েছিলাম পূজার বিজয়া দশমীর দিন কলকাতার কাঁকুরগাছির যুবকবৃন্দ ক্লাবের সর্বজনীন পূজায় সিঁদুর খেলায় ও আমি অংশ নিয়েছি। এবার সর্বজনীন পূজা কমিটি পূজার মুখ করেছিলেন আমাকে তাই এবারের জম্মদিন টি আমার কলকাতায় করতে হয়েছে। আমার জম্মদিনে কলকাতায় বেশ ভালো আয়োজন করেছেন।
বাংলাদেশে এসে এটা আমার প্রথম জন্মদিনে সেলিব্রেট করা তাও আবার আমার খুব খুব কাছের একজন মানুষ আমার পরিবার একজন বললেও ভুল হবে তিনি হলেন বর্তমান সময়ের পার্লার জগতের এক অনন্য নাম পিয়া জামান আপু। যাকে আমি মনে প্রাণে ভালোবাসি । সত্যি আমি অবাক হয়ে গেলাম এই স্বল্প সময়ে আমার জন্য এতো আয়োজন করবে যেটা আপনাদের না বললে নয়? আমি ছোট বেলা থেকে পায়েস খুব পছন্দ করতাম আজ সেই পছন্দের পায়েসটিও আন্টি আমার জন্য রান্না করেছেন , আমি মনে হয় দীর্ঘদিন পর আমার মায়ের হাতের রান্না করা পায়েস খেয়েছি ।
সুধু তাই নয় দুপুরের খাওয়ারের জন্য বিশ(২০) পদের ও বেশী ভক্তা বাজি খাওয়ারের আইটেম করেছে যা দেখে আমি রীতি মতো সারপ্রাইজ হয়ে গিয়েছি। সত্যি আমি ভাগ্যবতী যে পিয়া জামান আপুর মতো একজন বোন পেয়েছি । এরই মধ্যে আমার একটি ছবির মহরত হয়েছে যার নাম লাল শাড়ি তাই আমার কেকটি ও লাল শাড়ি নাম দিয়ে বানানো হয়েছে, পুরো বিষয়টি আমি বেশ ইনজয় করছি।
ঢালিউড কুইন এর জম্মদিন সম্পর্কে পিয়া’স বিউটি এসেনসিয়ালসের কর্ণধার পিয়া জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সময়ের জনপ্রিয় সুদর্শন চেহারার অধিকারী চিত্রনায়িকা অপু বিশ্বাস তার জম্মদিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মনে করি অপু বিশ্বাস আমার পরিবার একজন সদস্য স্বল্প সময়ে হুট করে তার জম্মদিন ছোট পরিসরে পালন করছি বলে নিজের কাছে বরিং ফিল হচ্ছিল আশা রাখছি ঢালিউড কুইন এর আগামী জম্মদিন বড পরিসরে আরো জমকালো আয়োজনে করে আপনাদের সকলকে নিয়ে পালন করবো ইনশাআল্লাহ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























