১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

শুভশ্রীতে মশগুল নেটদুনিয়া

আংটি বদল করে গোটা টলিউডকে চমকে দিয়েছেন রাজ-শুভশ্রী। সেই শুরু চমকের! এরপর গত দেড় মাসে নানা চমকই তাঁরা দিয়েছেন নিজেদের সম্পর্ক নিয়ে। যেটুকু বাকি তা তোলা রয়েছে আগামী ১১ মে’র জন্য৷ ওই দিনই যে বাঙালি রীতি মেনে চার হাত এক হবে। এদিকে চলছে বিয়ের কার্ড বিলি পর্ব। আর সেই কার্ডের ছবি যেন পালা করে পোস্ট করছেন গোটা টলিউড।

শোনা যাচ্ছে সিঁদুর দান, মালা বদল, সপ্তপদী সবই হবে হিন্দু আচার মেনে। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসছে বিয়ের আসর। হাই প্রোফাইল বিয়ে৷ নিমন্ত্রিতদের তালিকাও তাই বেশ ভারী৷ তারকা থেকে মন্ত্রী-আমলা বাদ নেই কেউই৷ বিয়ের অনুষ্ঠানের শুরু ৯ মে থেকে। চলবে টানা ১১ তারিখ মূল পর্ব পর্যন্ত। আর ১৩ তারিখ আরবানায় হবে রিসেপশন পার্টি।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের নির্বাচনি জনসভা আজ

শুভশ্রীতে মশগুল নেটদুনিয়া

প্রকাশিত : ০৮:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

আংটি বদল করে গোটা টলিউডকে চমকে দিয়েছেন রাজ-শুভশ্রী। সেই শুরু চমকের! এরপর গত দেড় মাসে নানা চমকই তাঁরা দিয়েছেন নিজেদের সম্পর্ক নিয়ে। যেটুকু বাকি তা তোলা রয়েছে আগামী ১১ মে’র জন্য৷ ওই দিনই যে বাঙালি রীতি মেনে চার হাত এক হবে। এদিকে চলছে বিয়ের কার্ড বিলি পর্ব। আর সেই কার্ডের ছবি যেন পালা করে পোস্ট করছেন গোটা টলিউড।

শোনা যাচ্ছে সিঁদুর দান, মালা বদল, সপ্তপদী সবই হবে হিন্দু আচার মেনে। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসছে বিয়ের আসর। হাই প্রোফাইল বিয়ে৷ নিমন্ত্রিতদের তালিকাও তাই বেশ ভারী৷ তারকা থেকে মন্ত্রী-আমলা বাদ নেই কেউই৷ বিয়ের অনুষ্ঠানের শুরু ৯ মে থেকে। চলবে টানা ১১ তারিখ মূল পর্ব পর্যন্ত। আর ১৩ তারিখ আরবানায় হবে রিসেপশন পার্টি।