জাতীয় প্রথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে বিভাগীয় পর্যয়ে রংপুর বিভাগের ১৩ হাজার ৭শত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ ও প্রথম স্থান অর্জন করেছেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হরিপুর উপজেলার চরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। গত ১৮অক্টবর রংপুর বিভাগীয় কমিশনারের কর্যালয় থেকে এ ফলাফল ঘোষনা করাহয়।
গত ২০১৯ সালে ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে প্রথম স্থান অর্জন করে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী এখন পর্যন্ত বিদ্যালয়ের সুনাম ও বিভিন্ন কারিকুলামে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীন ছাত্র হৃদয়,পারুল,জিশান, চতুর্থ শ্রেণীর ছাত্র সুমন,সানজিদা, তৃতীয় শ্রেণীর সুমাইয়া সকলেই বলেন , আমাদের বিদ্যালয়টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ও প্রথম হওয়ায় আমরা খুব খুশি হয়েছি এবং আনন্দ উপভোগ করছি। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অবিভাবক রেনু,জসিম উদ্দিন বলেন,আমাদের বিদ্যালয়র শিক্ষক গণ ভালো মনোযোগ সহকারে আমাদের ছেলে মেয়েদের শিক্ষাদেয়।
এখানে ছেলে-মেয়েদের বিনোদনের জন্য শিশুর্পাক তৈরী করেছেন প্রধনি শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, আমি বিদ্যালয়টি ২০০১সালে স্থাপন করি ২০১১সালে পাঠদানের অনুুমোতি পাই এবং ২০১৩ সালে জাতীয় করন হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ধরে রখতে ও ঝরেপড়া রোধের জন্য আমি ২০১১সাল থেকে নিজ উদ্দোগে বিদ্যালয়ে মিড-ডে-মিল চালুকরি যা এখন পর্য়ন্ত চালু রয়েছে। বিদ্যালয়ে বর্তমানে ৩২২জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪ জন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই নিজ খরচে ৩ জন প্যারা শিক্ষক রাখতে হয়েছে। বিদ্যালয়ের চেয়ার, হাই-লো ব্রাঞ্চ এর সমস্যা রয়েছে।
শিক্ষা দপ্তরের সহয়োগিতা পেলে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পারবো আমি। উপজেলা প্রাথমিক ভাপ্রাপ্ত শিক্ষা অফিসার এস এম রবিউল ইসলাম বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক প্রদান উপলক্ষে প্রতিযোগিতায় চরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে রংপুর বিভাগীয় কমিশনারের কর্যালয়ে যাচাই বাছাই ও প্রধান শিক্ষকের সাখ্যাতকার গ্রহন পূর্বক গত ১৮ অক্টবোর এই ফলাফল ঘোষনা করেন রংপুর বিভাগীয় কমিশনার। আগামিতে বিদ্যালয়টির যেন জাতীয় পর্যায়ে ও শ্রেষ্ঠ ও প্রথম স্থান অর্জন করতে পারে এজন্য সফল্য কামনা করছি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব