১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ১টি চিতা বিড়াল,৩টি মেছো বিড়াল ও ১টি মথুরা মোরগ উদ্ধার, আটক ২

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা থেকে চট্টগ্রাম শহরে পাচারকালে মহাবিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগসহ দু’জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বটতলী স্টেশনস্থ চট্টগ্রাম অভিমুখী এস. আলম পরিববন কাউন্টারের সামনে হতে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির প্রাণী গুলো সহ তাদের আটক করা হয়।

থানার ওসি আতিকুর রহমান ও এসআই মো. নুরুন্নবীসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাবু্ল মিয়ার পুত্র মোঃ এমরান (২৬) এবং বান্দরবানের আলীকদম উপজেলার নয়া পাড়ার শামশুল আলমের পুত্র আলীম উদ্দিন (৩৫)।

আটককৃত দু’জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

ওই সময় থানার ওসি মো. আতিকুর রহমান,থানার এসআই মো. নুরুন্নবী,চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ বলেন, উদ্ধারকৃত প্রাণীগুলোর নাম
একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ। এগুলো মাংসাশালী প্রাণী। ইঁদুর, মাছ, ব্যাংঙ খেয়ে বেঁচে থাকে। মথুরা প্রাণী পোঁকা মাকড় খায়। প্রাণীগুলো খুবই বিপন্ন প্রজাতির। প্রাণীগুলো ডুলাহাজারা সাফারী পার্কে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরিক্ষা শেষে এদের বসবাস যেখানে ওই বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

থানার ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো পার্বত্য বান্দরবানের আলীকদম থেকে একটি মোটর সাইকেল যোগে দু’যুবক চট্টগ্রামে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে
একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ জব্দ করা হয় এবং দুইজনকে আটক করতে সক্ষম হই।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

লোহাগাড়ায় ১টি চিতা বিড়াল,৩টি মেছো বিড়াল ও ১টি মথুরা মোরগ উদ্ধার, আটক ২

প্রকাশিত : ০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা থেকে চট্টগ্রাম শহরে পাচারকালে মহাবিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগসহ দু’জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বটতলী স্টেশনস্থ চট্টগ্রাম অভিমুখী এস. আলম পরিববন কাউন্টারের সামনে হতে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির প্রাণী গুলো সহ তাদের আটক করা হয়।

থানার ওসি আতিকুর রহমান ও এসআই মো. নুরুন্নবীসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাবু্ল মিয়ার পুত্র মোঃ এমরান (২৬) এবং বান্দরবানের আলীকদম উপজেলার নয়া পাড়ার শামশুল আলমের পুত্র আলীম উদ্দিন (৩৫)।

আটককৃত দু’জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

ওই সময় থানার ওসি মো. আতিকুর রহমান,থানার এসআই মো. নুরুন্নবী,চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ বলেন, উদ্ধারকৃত প্রাণীগুলোর নাম
একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ। এগুলো মাংসাশালী প্রাণী। ইঁদুর, মাছ, ব্যাংঙ খেয়ে বেঁচে থাকে। মথুরা প্রাণী পোঁকা মাকড় খায়। প্রাণীগুলো খুবই বিপন্ন প্রজাতির। প্রাণীগুলো ডুলাহাজারা সাফারী পার্কে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরিক্ষা শেষে এদের বসবাস যেখানে ওই বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

থানার ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো পার্বত্য বান্দরবানের আলীকদম থেকে একটি মোটর সাইকেল যোগে দু’যুবক চট্টগ্রামে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে
একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ জব্দ করা হয় এবং দুইজনকে আটক করতে সক্ষম হই।

বিজনেস বাংলাদেশ/ হাবিব