১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

প্রেমপত্র পেয়ে এবার যে কাণ্ড ঘটালেন সেই প্রিয়া!

এবার ভাইরাল হলো প্রিয়া প্রকাশকে দেওয়া তার সহ অভিনেতা রোশন আব্দুল রউফের প্রেমপত্র। ওরু আদর লাভ’ নামে মালায়ালাম ছবির একটি গানে প্রিয়ার ‘তিখি নজর, কাতিল আদায়েঁ’ ঘায়েল করেছিল নেটিজেনদের। তারপর থেকেই ইন্টারনেটে নতুন সেনসেশন দক্ষিণী এই অভিনেত্রী। মাঝে মধ্যেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের নানান ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিও ‘ওরু আদর লাভ’ ছবিরই একটি দৃশ্য। যাতে দেখা যাচ্ছে ছোট্ট এক বাচ্চার হাত দিয়ে প্রিয়াকে প্রেমপত্র পাঠাচ্ছেন তার সহ অভিনেতা রোশন আব্দুল রউফ। আর সেই প্রেমপত্র পেয়ে হাসিতে লুটিয়ে পড়ছেন প্রিয়া।

এর আগে সহ অভিনেতা রোশন আব্দুলের সঙ্গে প্রিয়ার হলি খেলার এবং ক্রিকেটের মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

প্রিয়া প্রকাশের বাড়ি কেরেলের ত্রিশূর শহরে। সে একজন কলেজছাত্রী। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও সমান পারদর্শী প্রিয়া।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

প্রেমপত্র পেয়ে এবার যে কাণ্ড ঘটালেন সেই প্রিয়া!

প্রকাশিত : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮

এবার ভাইরাল হলো প্রিয়া প্রকাশকে দেওয়া তার সহ অভিনেতা রোশন আব্দুল রউফের প্রেমপত্র। ওরু আদর লাভ’ নামে মালায়ালাম ছবির একটি গানে প্রিয়ার ‘তিখি নজর, কাতিল আদায়েঁ’ ঘায়েল করেছিল নেটিজেনদের। তারপর থেকেই ইন্টারনেটে নতুন সেনসেশন দক্ষিণী এই অভিনেত্রী। মাঝে মধ্যেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের নানান ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিও ‘ওরু আদর লাভ’ ছবিরই একটি দৃশ্য। যাতে দেখা যাচ্ছে ছোট্ট এক বাচ্চার হাত দিয়ে প্রিয়াকে প্রেমপত্র পাঠাচ্ছেন তার সহ অভিনেতা রোশন আব্দুল রউফ। আর সেই প্রেমপত্র পেয়ে হাসিতে লুটিয়ে পড়ছেন প্রিয়া।

এর আগে সহ অভিনেতা রোশন আব্দুলের সঙ্গে প্রিয়ার হলি খেলার এবং ক্রিকেটের মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

প্রিয়া প্রকাশের বাড়ি কেরেলের ত্রিশূর শহরে। সে একজন কলেজছাত্রী। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও সমান পারদর্শী প্রিয়া।