দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ! আর মাত্র দুই সপ্তাহ পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। বিশ্বকাপের বেশ আগেই দেশজুড়ে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের। প্রিয় দলকে সমর্থন করতে নানা কান্ডই করেন সমর্থকরা। তার মধ্যে সবচেয়ে বহুল জনপ্রিয় হচ্ছে সমর্থন করা দেশের পতাকা ওড়ানো। বিশ্বকাপের আগেই প্রায় অধিকাংশ বাড়ির ছাদে কোনো না কোনো দেশের পতাকা উড়তে দেখা যায়। তবে এবার এখনো সে রকম উন্মাদনা লক্ষ করা যাচ্ছে না। বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি পতাকা বিক্রি হয় কিশোরগঞ্জের কটিয়াদীতে। তবে এবার এখনো পতাকা বিক্রির চাপ না থাকায় মন ভালো নেই সেসব পতাকা ব্যবসায়ীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়,কটিয়াদী উপজেলা জুড়ে ফুটপাতে পতাকা ও জার্সি বিক্রি করেন প্রায় কয়েকজন বিক্রেতা। এ বছর বিশ্বকাপ প্রায় কাছে চলে এলেও এখনো বিক্রি না বাড়ায় হতাশা দেখা গেল তার জার্সি বিক্রেতাদের মুখে। অন্যান্য বছরের তুলনায় এবার পতাকা বিক্রির চাহিদা খুবই কম। অনেকেই আসে দামদর করে চলে যায়। অন্যবার এ রকম সময়ে আমাদের দোকানে ভিড় লেগেই থাকত কিন্তু এবার ক্রেতাই নেই!
পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের আব্দুল কাদির নামের একজন জার্সি বিক্রেতা বলেন বিশ্বকাপের আগে পতাকার জন্য তার দোকানে ভিড় লেগে থাকে। সেই উদ্দেশ্যে এ বছরও বেশ অনেক টাকার পতাকা উঠিয়েছেন দোকানে। তবে এখন পর্যন্ত বিক্রির চাপ না থাকায় বেশ শঙ্কিত তিনি। অন্যবারের তুলনায় এবার কেউই পতাকা কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। কিছু লোক এলেও দাম শুনেই চলে যায়। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কারও পকেটেই টাকা নেই। এ জন্য পতাকা কিনছেন না কেউ।
আরেকজন পতাকা বিক্রেতা আল আমিন বলেন,আশা করছি আর কয়েক দিন গেলেই পতাকার বাজারে চাপ পড়বে। আমাদের জন্য সবচেয়ে স্বস্তির খবর আগের কয়েক দিনের তুলনায় একটু হলেও বাড়বে পতাকা বিক্রি। আর এক সপ্তাহ গেলে পুরোদমে পতাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তারা।
বিশ্বকাপ খেলাকে সামনে রেখে পতাকা কিনতে আসা আসফাক আহমেদ বলেন,বিশ্বকাপ ফুটবল খেলা দরজায় কড়া নাড়ছে। তাই প্রিয় দল আর্জেন্টিনা সমর্থক হয়ে ৩০০ টাকা দিয়ে একটি পতাকা কিনে নিলাম। খাদ্যদ্রব্য ও শাকসবজিসহ সব ধরনের পন্যের পাশাপশি আরও পতাকা মূল্য বাড়তি থাকায় পতাকা কিনার অনিচ্চা ও আগ্রহ কম।
বিজনেস বাংলাদেশ / হাবিব