০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বাবা অপূর্বের সঙ্গে অভিনয়ে ছেলে আয়াশ

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সন্তানের নাম জায়ান ফারুক আয়াশ। অভিনেতা অপূর্বের সঙ্গে নাজিয়া হাসানের বিয়ের পর তাদের সংসারে আসে (২০১৪ সালের ২৭ জুন) নতুন অতিথি আয়াশ। এরপর থেকে মায়ের সঙ্গে খুনসুটি আর বাবার আদরে আদরে বেড়ে উঠছে আয়াশ। মাঝেমধ্যে বসে বসে মনোযোগ দিয়ে সুবোধ বালকের মতো বাবার গাওয়া গান শোনে, সুপারম্যানের মতো পোশাক পরে বাবার সঙ্গে খেলে সুপারম্যান সাজার খেলা।

তবে মজার ব্যাপার হলো এবার বাবার সঙ্গে ঈদ স্পেশাল টেলিফিল্মে অভিনয় করছে আয়াশ। নাম ‘বিনি সুতার টান।’ এটি রচনা ও পরিচালনা করছেন শিহাব শাহীন।

এ বিষয়ে পরিচালক শিহাব শাহীন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘এই বয়সি কোনো বাচ্চার সাথে কাজ করলাম এই প্রথম। বাস্তব জীবনেও বাপ-ছেলে এমন কাজ এই প্রথম। আমার চেয়ারে বসে সাড়ে তিন বছরের বাচ্চা ‘অ্যাকশন’ বলেছে এই প্রথম।”

এ বিষয়ে অপূর্ব বলেন, ‘ছেলের সাথে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। শুটিংয়ে সে কোনো ঝামেলা করেনি। শুটিংয়ের পুরো সেট সে জমিয়ে রেখেছিল।’

টেলিফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে জায়ান ফারুক আয়াশ ছাড়াও আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও সৈয়দ হাসান ইমামসহ আরও অনেক। ‘বিনি সুতোর টান’ টেলিফিল্মটি আগামী ঈদ উল ফিতরে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।’

ট্যাগ :
জনপ্রিয়

বাবা অপূর্বের সঙ্গে অভিনয়ে ছেলে আয়াশ

প্রকাশিত : ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সন্তানের নাম জায়ান ফারুক আয়াশ। অভিনেতা অপূর্বের সঙ্গে নাজিয়া হাসানের বিয়ের পর তাদের সংসারে আসে (২০১৪ সালের ২৭ জুন) নতুন অতিথি আয়াশ। এরপর থেকে মায়ের সঙ্গে খুনসুটি আর বাবার আদরে আদরে বেড়ে উঠছে আয়াশ। মাঝেমধ্যে বসে বসে মনোযোগ দিয়ে সুবোধ বালকের মতো বাবার গাওয়া গান শোনে, সুপারম্যানের মতো পোশাক পরে বাবার সঙ্গে খেলে সুপারম্যান সাজার খেলা।

তবে মজার ব্যাপার হলো এবার বাবার সঙ্গে ঈদ স্পেশাল টেলিফিল্মে অভিনয় করছে আয়াশ। নাম ‘বিনি সুতার টান।’ এটি রচনা ও পরিচালনা করছেন শিহাব শাহীন।

এ বিষয়ে পরিচালক শিহাব শাহীন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘এই বয়সি কোনো বাচ্চার সাথে কাজ করলাম এই প্রথম। বাস্তব জীবনেও বাপ-ছেলে এমন কাজ এই প্রথম। আমার চেয়ারে বসে সাড়ে তিন বছরের বাচ্চা ‘অ্যাকশন’ বলেছে এই প্রথম।”

এ বিষয়ে অপূর্ব বলেন, ‘ছেলের সাথে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। শুটিংয়ে সে কোনো ঝামেলা করেনি। শুটিংয়ের পুরো সেট সে জমিয়ে রেখেছিল।’

টেলিফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে জায়ান ফারুক আয়াশ ছাড়াও আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও সৈয়দ হাসান ইমামসহ আরও অনেক। ‘বিনি সুতোর টান’ টেলিফিল্মটি আগামী ঈদ উল ফিতরে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।’