০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নজর কাড়ছেন কারিনা-সোনম

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তার ছেলেকে নিয়েই বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের আগ্রহের জায়গা কেড়ে নিয়েছেন। যত দিন যাচ্ছে ছেলে তৈমুরও হয়ে উঠেছে বলিউডের আলোচিত তারকা সন্তান।

এদিকে বেশ কিছু দিন ধরেই কারিনা কাপুরের নতুন কোনো ছবিও মুক্তি পায়নি। তবে ১ জুন মুক্তি পাবে কারিনা কাপুর অভিনীত ছবি ‘ভিরে দি ওয়েডিং’। সেই ছবিতে নজরকাড়া পোশাকে দেখা যাবে তাকে। সেই সঙ্গে আকর্ষণীয় লুকে যোগ হতে দেখা যাবে সোনম কাপুরকেও।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এরইমধ্যে কারিনা কাপুর তার টুইটারে বেশ কিছু নজরকাড়া ছবি পোস্ট করেছেন। ছবিগুলো ছিল ‘ভিরে দি ওয়েডিং’ ছবির সম্প্রতি মুক্তি পাওয়া ‘তারিফা’ গানের শুটিংয়ের ছবি। সেই ছবি এখনো হাজারও ভক্তের নজর কেড়েছে। একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় এ সিনেমায় কারিনার সঙ্গে রয়েছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। এ ছাড়া রয়েছেন নিনা গুপ্তা এবং সুমির ব্যাসের মতো অভিনেতা।

‘তারিফা’ গানটি মুক্তি পাওয়ার সঙ্গে-সঙ্গে সোনম কাপুরও তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন দুটি ছবি। সেগুলোও নজর কেড়েছে ভক্তদের। কারিনা ও সোনমের নজরকাড়া লুকে গানটি হয়ে উঠেছে জাঁকজমক আর উচ্ছল।

ট্যাগ :
জনপ্রিয়

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

নজর কাড়ছেন কারিনা-সোনম

প্রকাশিত : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তার ছেলেকে নিয়েই বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের আগ্রহের জায়গা কেড়ে নিয়েছেন। যত দিন যাচ্ছে ছেলে তৈমুরও হয়ে উঠেছে বলিউডের আলোচিত তারকা সন্তান।

এদিকে বেশ কিছু দিন ধরেই কারিনা কাপুরের নতুন কোনো ছবিও মুক্তি পায়নি। তবে ১ জুন মুক্তি পাবে কারিনা কাপুর অভিনীত ছবি ‘ভিরে দি ওয়েডিং’। সেই ছবিতে নজরকাড়া পোশাকে দেখা যাবে তাকে। সেই সঙ্গে আকর্ষণীয় লুকে যোগ হতে দেখা যাবে সোনম কাপুরকেও।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এরইমধ্যে কারিনা কাপুর তার টুইটারে বেশ কিছু নজরকাড়া ছবি পোস্ট করেছেন। ছবিগুলো ছিল ‘ভিরে দি ওয়েডিং’ ছবির সম্প্রতি মুক্তি পাওয়া ‘তারিফা’ গানের শুটিংয়ের ছবি। সেই ছবি এখনো হাজারও ভক্তের নজর কেড়েছে। একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় এ সিনেমায় কারিনার সঙ্গে রয়েছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। এ ছাড়া রয়েছেন নিনা গুপ্তা এবং সুমির ব্যাসের মতো অভিনেতা।

‘তারিফা’ গানটি মুক্তি পাওয়ার সঙ্গে-সঙ্গে সোনম কাপুরও তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন দুটি ছবি। সেগুলোও নজর কেড়েছে ভক্তদের। কারিনা ও সোনমের নজরকাড়া লুকে গানটি হয়ে উঠেছে জাঁকজমক আর উচ্ছল।