গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং কি শরীর স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন/ পৌরসভা ভিত্তিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৪ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের যৌখভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় স্থানীয় কালীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং কি শরীর স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন-পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























