০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

‘দেবী’র পোস্টার নিয়ে বিতর্কে

বাংলাদেশে সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি নেই বললেই চলে। তবে এই ধাঁচের অনেক লেখা রয়েছে। যার মধ্যে অন্যতম মিসির আলী সিরিজ। কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি এই মিসির আলী। হুমায়ুন আহমেদ বেঁচে নেই। কিন্তু মিসির আলী বেঁচে আছেন। আজও মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের সমাধান করে চলেছেন, অতিপ্রাকৃত বিষয়ের ব্যাখ্যা দিচ্ছেন, রহস্যের জট খুলছেন। যেমনটি করে দেখাবেন সিনেমাতেও।

এই প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন মিসির আলী। হুমায়ুন আহমেদের ‘দেবী’ উপন্যাসে মিসির আলী যেভাবে মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান করেন, সেটিই পর্দায় তুলে ধরবেন পরিচালক অনিম বিশ্বাস।

ছবির নামকরণও করা হয়েছে ‘দেবী’। ছবিতে মিসির আলির চরিত্রে হাজির হবেন চঞ্চল চৌধুরী। ছবিটি নির্মাণের ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ছবিটির টিজার ও পোস্টার বেরিয়েছে। গত ৪ মে বেরিয়েছে আরেকটি পোস্টার।

‘দেবী’ ছবির পোস্টারেও রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারের স্পষ্ট ছাপ। পোস্টারে দেখা যায় ‘রানু’ চরিত্রে অভিনয় করা জয়া আহসানের পানিতে ভাসামান মুখছবি। সেই মুখ ভেদ করে মাঝখান থেকে আরেকটি মুখ বেরিয়ে আসছে। যেটি নিলু চরিত্রে অভিনয় করা শবনম ফারিয়ার মুখ। আপাত ভয়ংকর এই পোস্টার প্রকাশের পর থেকে নকলের অভিযোগ করেছেন অনেকে।

পোস্টারটি নকল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ তুলেছেন। নেটিজেনদের দাবী, ‘দেবী’ নামে একটি তামিল ছবি রয়েছে। আর ওই ছবির পোস্টার হুবহু নকল করা হয়েছে। তামিল ছবির ওই পোস্টারেও দেখা যায়, তামান্না ভাটিয়ার দ্বিখণ্ডিত মুখ থেকে আরেকটি মুখ বেরিয়ে যাচ্ছে।

যে যা-ই বলুক না কেন- ‘দেবী’ ছবিতে মিসির আলী যেভাবে রানু, নিলু ও আনিসের মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান করবেন, তা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অসংখ্য চলচ্চিত্রপ্রেমী। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

‘দেবী’র পোস্টার নিয়ে বিতর্কে

প্রকাশিত : ০৩:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮

বাংলাদেশে সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি নেই বললেই চলে। তবে এই ধাঁচের অনেক লেখা রয়েছে। যার মধ্যে অন্যতম মিসির আলী সিরিজ। কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি এই মিসির আলী। হুমায়ুন আহমেদ বেঁচে নেই। কিন্তু মিসির আলী বেঁচে আছেন। আজও মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের সমাধান করে চলেছেন, অতিপ্রাকৃত বিষয়ের ব্যাখ্যা দিচ্ছেন, রহস্যের জট খুলছেন। যেমনটি করে দেখাবেন সিনেমাতেও।

এই প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন মিসির আলী। হুমায়ুন আহমেদের ‘দেবী’ উপন্যাসে মিসির আলী যেভাবে মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান করেন, সেটিই পর্দায় তুলে ধরবেন পরিচালক অনিম বিশ্বাস।

ছবির নামকরণও করা হয়েছে ‘দেবী’। ছবিতে মিসির আলির চরিত্রে হাজির হবেন চঞ্চল চৌধুরী। ছবিটি নির্মাণের ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ছবিটির টিজার ও পোস্টার বেরিয়েছে। গত ৪ মে বেরিয়েছে আরেকটি পোস্টার।

‘দেবী’ ছবির পোস্টারেও রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারের স্পষ্ট ছাপ। পোস্টারে দেখা যায় ‘রানু’ চরিত্রে অভিনয় করা জয়া আহসানের পানিতে ভাসামান মুখছবি। সেই মুখ ভেদ করে মাঝখান থেকে আরেকটি মুখ বেরিয়ে আসছে। যেটি নিলু চরিত্রে অভিনয় করা শবনম ফারিয়ার মুখ। আপাত ভয়ংকর এই পোস্টার প্রকাশের পর থেকে নকলের অভিযোগ করেছেন অনেকে।

পোস্টারটি নকল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ তুলেছেন। নেটিজেনদের দাবী, ‘দেবী’ নামে একটি তামিল ছবি রয়েছে। আর ওই ছবির পোস্টার হুবহু নকল করা হয়েছে। তামিল ছবির ওই পোস্টারেও দেখা যায়, তামান্না ভাটিয়ার দ্বিখণ্ডিত মুখ থেকে আরেকটি মুখ বেরিয়ে যাচ্ছে।

যে যা-ই বলুক না কেন- ‘দেবী’ ছবিতে মিসির আলী যেভাবে রানু, নিলু ও আনিসের মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান করবেন, তা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অসংখ্য চলচ্চিত্রপ্রেমী। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।