এবার ঈদে ‘ভালোবাসার মায়াজাল’ নিয়ে আসছেন টিভি পর্দার পরিচিত মুখ মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী। তার বিপরীতে রয়েছেন মনোজ কুমার। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। রুহী নাচের শিল্পী হয়েও নাচের পাশাপাশি এখন অভিনয়েই থিতু হয়েছেন। ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন নাটক কিংবা বিজ্ঞাপনে।
নাটকের গল্পে দেখা যাবে, অফিসিয়াল কাজে কিছু কাগজপত্রের জন্য আমেরিকা থেকে ৪ বছর পর দেশে ফিরে রুহী। মনোজের সঙ্গে রুহীর প্রেম থাকলেও বিয়ে হয় রুহীর কাজিন অর্ষার সাথে। দেশে ফিরার পর মনোজের সাথে রুহীর ঘনিষ্ঠতা অর্ষার সন্দেহর কারণ হয়ে দাড়ায়। তখন রুহী আবারও আমেরিকা চলে যায় আর রেখে যায় একটি চিঠি যেখানে লেখা থাকে পেছনের পুরো গল্পটা।
রুহী বলেন,‘গল্পটা একটু ভিন্নরকমের। এখানে আমাকে দুরকমের গেটআপে দেখা যাবে। গল্পের মধ্যে টুইস্ট আছে যেটা দর্শকদের শেষ পর্যন্ত আটকে রাখবে। মনোজের সাথে এটা আমার প্রথম কাজ। সবকিছু মিলিয়ে একটা ভালো কাজ হয়েছে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।’


























