০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রাজৈর পৌরসভা “গ” থেকে “খ” শ্রেণিতে উপনীত হওয়ায় প্রধানমন্ত্রীকে পৌরমেয়রের ধন্যবাদ

মাদারীপুরের রাজৈর পৌরসভাকে “গ” থেকে “খ” শ্রেণিতে উপনীত হওয়ায় প্রধানমন্ত্রী জনোনেত্রী শেখ হাসিনাকে রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, প্যানেল মেয়র, সচিব, প্রকৌশলী ও কাউন্সিলরা ধন্যবাদ জানিয়েছে।
২৬ জানুয়ারি ( বৃহস্পতিবার) দুপুরে রাজৈর পৌরসভা মেয়রের কার্যালয়ে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, উপসচিব ও রাজৈর পৌরবাসিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র ও কাউন্সিলররা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসচিব মনিরুজ্জামান শিকদার, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিল মহসীন ফকির, বাহাউদ্দীন মোল্লা, আজিজুর রহমান হাওলাদার, মো নুরে আলম, আহম্মাদ কবিরাজ, সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনূর বেগম, লাইজু বেগমসহ প্রমূখ।

উল্লেখ্য রাজৈর পৌরসভা ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে “গ” শ্রেণির অন্তর্ভুক্ত ছিল, গতবছর মন্ত্রণালয়ে ” খ” শ্রেণির জন্য আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি ২০২৩ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত পৌর-২ শাখার প্রজ্ঞাপনের বিগত ২০১১ সালের ৩১মে তারিখের ৮১১নং স্বারকে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণিতে উন্নীত করে।

বিজনেস বাংলাদেশ/ bh

জনপ্রিয়

রাজৈর পৌরসভা “গ” থেকে “খ” শ্রেণিতে উপনীত হওয়ায় প্রধানমন্ত্রীকে পৌরমেয়রের ধন্যবাদ

প্রকাশিত : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

মাদারীপুরের রাজৈর পৌরসভাকে “গ” থেকে “খ” শ্রেণিতে উপনীত হওয়ায় প্রধানমন্ত্রী জনোনেত্রী শেখ হাসিনাকে রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, প্যানেল মেয়র, সচিব, প্রকৌশলী ও কাউন্সিলরা ধন্যবাদ জানিয়েছে।
২৬ জানুয়ারি ( বৃহস্পতিবার) দুপুরে রাজৈর পৌরসভা মেয়রের কার্যালয়ে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, উপসচিব ও রাজৈর পৌরবাসিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র ও কাউন্সিলররা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসচিব মনিরুজ্জামান শিকদার, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিল মহসীন ফকির, বাহাউদ্দীন মোল্লা, আজিজুর রহমান হাওলাদার, মো নুরে আলম, আহম্মাদ কবিরাজ, সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনূর বেগম, লাইজু বেগমসহ প্রমূখ।

উল্লেখ্য রাজৈর পৌরসভা ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে “গ” শ্রেণির অন্তর্ভুক্ত ছিল, গতবছর মন্ত্রণালয়ে ” খ” শ্রেণির জন্য আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি ২০২৩ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত পৌর-২ শাখার প্রজ্ঞাপনের বিগত ২০১১ সালের ৩১মে তারিখের ৮১১নং স্বারকে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণিতে উন্নীত করে।

বিজনেস বাংলাদেশ/ bh