০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মায়ের সঙ্গে জিমে যায় ছোট্ট আব্রাম

পারিবারিক জীবনের জটিলতা কাটিয়ে উঠেছেন অপু বিশ্বাস। সিনেমাতে আগের মতোই ব্যস্ত হতে চান তিনি। এদিকে মা হওয়ার কারণে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন এ নায়িকা। যার কারণে ডায়েট চার্ট মেনে নিয়মিত জিম করছেন অনেকদিন ধরেই। কারণ একটাই, হারিয়ে যাওয়া অবস্থানটাকে ফিরে পাওয়া।

নতুন খবর হল, মায়ের সঙ্গে রুটিন মেনে জিমে যায় ছোট্ট আব্রামও। আর তারই একটি ছবি অপু বিশ্বাস ৭ মে সকাল ৯টায় তার ইন্সটাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। এরপর থেকেই ছবিটিকে ঘিরে নানান মন্তব্য করছেন অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারেরা।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি তো আমার ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত জিমে যাই। মাঝখানে বেশ মুটিয়ে গিয়েছিলাম। কিছু কারণে ঠিকভাবে সিনেমার কাজও করতে পারিনি। আর জয়ও (আব্রাম খান জয়) আমার সঙ্গে জিমে যায়। ওই সময়টা ও ওর মতো করেই কাটায়। জিমের সবাইকে ওই সময়টা মাতিয়ে রাখে।’

ভারতের কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের।

গত বছরের শুরুর দিকে শবনম বুবলির সঙ্গে ঘরোয়া পরিবেশে একটি স্থির চিত্রে শাকিব খানকে দেখা যায়। ছবিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বুবলি। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। আর তখন সম্পর্কের তিক্ততার জল গড়ায় বহুদূর।

এরপর একই বছরের ১০ এপ্রিল বিকেল চারটায় দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সব গোপন কথা ফাঁস করে দেন। এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন দিনকে দিন বাড়তে থাকে। শেষ পর্যন্ত এই জনপ্রিয় তারকা দম্পতি বিচ্ছেদে জড়ান।

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে ২০১৭ সাল পর্যন্ত এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন এই জুটি।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

মায়ের সঙ্গে জিমে যায় ছোট্ট আব্রাম

প্রকাশিত : ০৯:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮

পারিবারিক জীবনের জটিলতা কাটিয়ে উঠেছেন অপু বিশ্বাস। সিনেমাতে আগের মতোই ব্যস্ত হতে চান তিনি। এদিকে মা হওয়ার কারণে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন এ নায়িকা। যার কারণে ডায়েট চার্ট মেনে নিয়মিত জিম করছেন অনেকদিন ধরেই। কারণ একটাই, হারিয়ে যাওয়া অবস্থানটাকে ফিরে পাওয়া।

নতুন খবর হল, মায়ের সঙ্গে রুটিন মেনে জিমে যায় ছোট্ট আব্রামও। আর তারই একটি ছবি অপু বিশ্বাস ৭ মে সকাল ৯টায় তার ইন্সটাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। এরপর থেকেই ছবিটিকে ঘিরে নানান মন্তব্য করছেন অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারেরা।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি তো আমার ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত জিমে যাই। মাঝখানে বেশ মুটিয়ে গিয়েছিলাম। কিছু কারণে ঠিকভাবে সিনেমার কাজও করতে পারিনি। আর জয়ও (আব্রাম খান জয়) আমার সঙ্গে জিমে যায়। ওই সময়টা ও ওর মতো করেই কাটায়। জিমের সবাইকে ওই সময়টা মাতিয়ে রাখে।’

ভারতের কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের।

গত বছরের শুরুর দিকে শবনম বুবলির সঙ্গে ঘরোয়া পরিবেশে একটি স্থির চিত্রে শাকিব খানকে দেখা যায়। ছবিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বুবলি। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। আর তখন সম্পর্কের তিক্ততার জল গড়ায় বহুদূর।

এরপর একই বছরের ১০ এপ্রিল বিকেল চারটায় দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অপু। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সব গোপন কথা ফাঁস করে দেন। এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন দিনকে দিন বাড়তে থাকে। শেষ পর্যন্ত এই জনপ্রিয় তারকা দম্পতি বিচ্ছেদে জড়ান।

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে ২০১৭ সাল পর্যন্ত এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন এই জুটি।