সমগ্র কাপুর পরিবারই এখন ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে। সবার মধ্যমণি এখন সোনম কাপুর ও আনন্দ আহুজা। এর বাইরে নিজের সাজ-পোশাকে আলাদা করে নজর কেড়েছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী।
আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের সঙ্গীত অনুষ্ঠান।
সোনামের বিয়ের সব অনুষ্ঠানেই জাকজমকপূর্ণ পোশাকে উপস্থিত হয়েছেন বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবি। এ ধারার বদল ঘটেনি সঙ্গীত অনুষ্ঠানেও।
সোনাম কাপুরের সঙ্গীত অনুষ্ঠানে ঝলমলে একটা লেহেঙ্গা পরে দেখা গেল জাহ্নবিকে। সাদা ও সোনালি রঙের এই লেহেঙ্গায় অসাধারণ মানিয়েছে তাকে। তার গলায় ছিল ম্যাচিং সবুজ ও সোনালি রঙের নেকলেস।
সূত্র: এবিপি আনন্দ


























