চলে গেলেন কিংবদন্তী চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় চেতলার সরবারি আবাসনে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য।
বছর খানেক আগেই ঋত্বিক ঘটক ও সুরমা ঘটকের মেয়ে সংহিতা ঘটকের প্রয়াণ হয়েছে। ছোট মেয়ে সুচিস্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। আর পুত্র ঋতবানও বহুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। এ বার চলে গেলেন ঋত্বিকের সহধর্মিনী সুরমা দেবী।
সুরমা ঘটকের প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


























