মাথা গরম হলেই গড়গড় করে নোয়াখালীর ভাষায় কথা বলেন সাবিনা রিমা। ‘বৃত্তের বাইরে’ নামে টেলিফিল্মে এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে। এতে সাবিনার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। আরও অভিনয় করেছেন মারজুক রাসেল। টেলিফিল্মটি ২০ মে চ্যানেল আইয়ে প্রচার হবার কথা রয়েছে।
সাবিনা বলেন, ‘এতে আমি আশা চরিত্রে অভিনয় করছি। খুবই দুর্দান্ত একটি টেলিফিল্ম। এ টেলিফিল্মে আমি একটি গ্রামের মেয়ে, পুরো অদ্ভুত একটা চরিত্র। আমার যখন মাথা গরম হয়ে যায়, আমি নোয়াখালীর ভাষায় কথা বলি। আর এমনিতে আমি আমার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি।’
৭ মে শেষ হয়েছে এ টেলিফিল্মের শুটিং। এটি নির্মাণ করেছেন শহীদ উন নবী এবং রচনা করেছেন গাজী মামুন।
বেসরকারি একটি টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে টিভি জগতে প্রবেশ ঘটেছিল রিমার। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা ১২ জনের মধ্যে নিজের স্থান করে নিয়েছিলেন। আরও কিছুটা হয়তো এগোতে পারতেন যদি না পারিবারিক কিছু কারণে ঐ প্রতিযোগিতা থেকে তাকে সরে দাঁড়াতে না হতো। এরপর কিছুদিন বিনোদন ভুবন থেকে এক প্রকার লাপাত্তাই ছিলেন সাবিনা। কারণ ছিল পড়াশোনা চালিয়ে নেওয়া। ২০১৬ পর্যন্ত কাটে বিদ্যা অর্জন করতে করতে।
পড়াশোনার গণ্ডি পেরিয়েই ফিরে আসেন ছোট পর্দায়। অভিনয় করেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘বাজারে প্রেমের দর’ টেলিফিল্মে। ঐ টেলিফিল্মে অভিনয় নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছিলেন তিনি। ফলে ডাক পান ‘অপরিজিতা’ নাটকে অভিনয় করার জন্য। এ নাটকে ‘ছন্দিতা’ চরিত্রটি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সাবিনা। ক্রাইম থ্রিলার ধর্মী নাটকেও কাজ করেছেন এ পর্দাকন্যা। ‘জারজ’ ও ‘মাকড়শা’-তে দেখিয়েছেন অভিনয় শৈলীর মুন্সিয়ানা। কিছুদিন আগে শেষ করেছেন ‘ওরা থাক ওধারে’ নামে পাঁচশ পর্বের একটি নাটকের শুটিং। এ ছাড়াও ‘হৃদয়ের আয়না’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন তিনি।


























