আইপিএলের ৪১তম ম্যাচে কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাঠে নামছে মুস্তাফিজুর রহমান। কলকাতার মাঠের কথা বিবেচনায় এনে একাদশ পরিবর্তন করে মুস্তাফিজকে আজ মাঠে নামাচ্ছে মুম্বাই।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে কলকাতা। আর ৮ পয়েন্ট নিয়ে কলকাতারই ঘাড়ে নিশ্বাস ফেলছে মুম্বাই। হাইভোল্টেজ ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ইডেন গার্ডেনের ইতিহাস বলছে এই মাঠে ৮ বারের মুখোমুখিতে ৬ বারই জিতেছে মুম্বাই। তাই নিজেদের মাঠে খেলা হলেও পিছিয়ে থেকেই মাঠে নামবে দীনেশ কার্তিকরা।
জানা গেছে, আজকের একাদশ মুস্তাফিজকে সুযোগ দিয়ে চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৬ রান ও কোন উইকেটের দেখা না পাওয়া ডুমিনি বাদ দেয়া হতে পারে। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখলে শেষ পর্যন্ত মুস্তাফিজকে নাও নামানো হতে পারে বলে আরেকটি সূত্র থেকে জানা গেছে।
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ- সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, মুস্তাফিজুর রহমান/ জেপি ডুমিনি, জাসপ্রিত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ-ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক, (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রশিদ কৃষ্ণ/শিভাম মাভি, মিচেল জনসন।


























