০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

রাজৈরে শিশু সহ কলেজ পড়ুয়া ছাত্রী হামলায় আহত 

মাদারীপুরের রাজৈরে আড়াই বছরের শিশু ও কলেজ পড়ুয়া ছাত্রীর উপর ন্যাক্কারজনক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজন্দী দ্বারাদিয়া গ্রামের আলমগীর মাতুব্বর বাড়িতে গতকাল (১০ মার্চা) শুক্রবার সন্ধ্যায়।

শনিবার, ১১ মার্চ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, আহত শিশু মাইশা আক্তার ( আড়াই বছর) ও কলেজ পড়ুয়া ছাত্রী টুম্পা আক্তার (১৯) রাজৈরে নানা ও ফুফু বাড়ীতে বেড়াতে আসে।এদিকে এলাকায় আদিপত্যকে কেন্দ্র করে নাহিদ মাতুব্বর ও জাকির সেজালের মধ্যে মারামারী সংঘঠিত হয়।মাতুব্বর ও সেজালা গ্রুপে মধ্যে ইট ছোরা ছুরির এক পর্যায় শিশু মাইশা আক্তার ও কলেজ পড়ুয়া ছাত্রী টুম্পা আক্তার মারান্তক আহত হয়।আহত অবস্থায় তাদেরকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়।আহত শিশু মাইশা আক্তার ও টুম্পা আক্তার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।মারামারীর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে রাজৈর থানার এস, আই শরীফ আসিকুর রহমান সংগীয় র্ফোস নিয়ে আইন শৃংখলা পরিস্থীতি নিয়ন্ত্রণ আনে এবং বর্তমান পরিস্থীতি শান্ত রয়েছে । শিশু মাইশা আক্তার উপজেলার গোপালগঞ্জ গ্রামের ইতালি প্রবাসী মান্নান হাওলাদারের কন্যা ও অপর আহত ছাত্রী যশোরের অভয়নগরের পৌরখালি গ্রামের আকিজুল শেখের মেয়ে, আহতারা দুইজন ঘটনাস্থলে বেরাতে গিয়ে এ হামলার শিকার হয়েছে।

এব্যাপারে বিরোধী পক্ষ জাহাঙ্গীর শেজাল বলেন, রাতের আধারে ইট ছোড়াছুড়ি হয়েছে কার ইটের আঘাতে ওই শিশু ও ছাত্রী আহত হয়েছে আমারা জানিনা, তবে বিষয়টি মিমাংসা হবার কথা রয়েছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা: অপূর্ব মল্লিক বলেন, মাইশা ও টুম্পার শারিরীক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জায় কুমার ঘোষ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

রাজৈরে শিশু সহ কলেজ পড়ুয়া ছাত্রী হামলায় আহত 

প্রকাশিত : ০৩:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

মাদারীপুরের রাজৈরে আড়াই বছরের শিশু ও কলেজ পড়ুয়া ছাত্রীর উপর ন্যাক্কারজনক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজন্দী দ্বারাদিয়া গ্রামের আলমগীর মাতুব্বর বাড়িতে গতকাল (১০ মার্চা) শুক্রবার সন্ধ্যায়।

শনিবার, ১১ মার্চ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, আহত শিশু মাইশা আক্তার ( আড়াই বছর) ও কলেজ পড়ুয়া ছাত্রী টুম্পা আক্তার (১৯) রাজৈরে নানা ও ফুফু বাড়ীতে বেড়াতে আসে।এদিকে এলাকায় আদিপত্যকে কেন্দ্র করে নাহিদ মাতুব্বর ও জাকির সেজালের মধ্যে মারামারী সংঘঠিত হয়।মাতুব্বর ও সেজালা গ্রুপে মধ্যে ইট ছোরা ছুরির এক পর্যায় শিশু মাইশা আক্তার ও কলেজ পড়ুয়া ছাত্রী টুম্পা আক্তার মারান্তক আহত হয়।আহত অবস্থায় তাদেরকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়।আহত শিশু মাইশা আক্তার ও টুম্পা আক্তার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।মারামারীর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে রাজৈর থানার এস, আই শরীফ আসিকুর রহমান সংগীয় র্ফোস নিয়ে আইন শৃংখলা পরিস্থীতি নিয়ন্ত্রণ আনে এবং বর্তমান পরিস্থীতি শান্ত রয়েছে । শিশু মাইশা আক্তার উপজেলার গোপালগঞ্জ গ্রামের ইতালি প্রবাসী মান্নান হাওলাদারের কন্যা ও অপর আহত ছাত্রী যশোরের অভয়নগরের পৌরখালি গ্রামের আকিজুল শেখের মেয়ে, আহতারা দুইজন ঘটনাস্থলে বেরাতে গিয়ে এ হামলার শিকার হয়েছে।

এব্যাপারে বিরোধী পক্ষ জাহাঙ্গীর শেজাল বলেন, রাতের আধারে ইট ছোড়াছুড়ি হয়েছে কার ইটের আঘাতে ওই শিশু ও ছাত্রী আহত হয়েছে আমারা জানিনা, তবে বিষয়টি মিমাংসা হবার কথা রয়েছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা: অপূর্ব মল্লিক বলেন, মাইশা ও টুম্পার শারিরীক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জায় কুমার ঘোষ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব