বেশ কয়েক বছর যাবতই আর্থিক সংকটে আছে জিম্বাবুয়ে ক্রিকেট। ঠিক মত বেতন ভাতা পাচ্ছেনা দলের ক্রিকেটার ও স্টাফরা। তাই এবার আসন্ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজে না খেলার হুমকি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। বেশ কয়েক মাস যাবত পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটাররা বলেছে, বোর্ড যদি তাদের পাশে না দাঁড়ায় এবং বকেয়া পাওনা কবে দেয়া হবে সে বিষয়ে পরিস্কার না করে, তবে তারা আসন্ন সিরিজ দুটিতে খেলবে না তারা।
আইসিসি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট এবং দীর্ঘ দিন যাবত তারা আর্থিক সংকটে ভুগছে। তবে বকেয়া বেতন-বোনাস না পেয়ে বোর্ডের বিপক্ষে খেলোয়াড়রা এই প্রথম কঠিন আন্দোলনের সিদ্ধান্ত নিল। এর আগে গত বছর বেতন-ভাতা হালনাগাদ করার দাবিতে আন্দোলনে নেমেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য বল টেম্পারিং কেলেঙ্কারির দুই ‘নায়ক’ স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে বড় শাস্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
এদিকেএ জিম্বাবুয়ের ক্রিকেটারদের আন্দোলনে খেলোয়াড়দের পক্ষের আইনজীবি গেরাল্ড এমলতসোভা দেশটির ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছে এক চিঠিতে দেনা পাওনা বিষয়ে আগামী ১৬ মের মধ্যে পরিস্কার সিদ্ধান্ত নিতে বলেছেন। বেশ কয়েকজন ক্রিকেটার ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরের সময় থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। বোর্ডের কাছে তাদের পাওনা ৬০ হাজার ডলারের বেশি বলে জানা গেছে!
দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির কাছে অগ্রিম তহবিল চেয়ে আবেদন করেছিল। তবে সে তহবিল পাওয়া যায়নি।


























