চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের জায়গা থেকে রাতের আঁধারে অবৈধভাবে গাছ কেটে পাচারের সময় কাঠ ভর্তি একটি জীপ গাড়ি জব্দ করেছে চুনতি অভয়ারণ্য রেঞ্জ।
সোমবার গভীর রাতে উপজেলার আধুনগর কুলপাগলী বেপারী পাড়া এলাকা থেকে বোঝাইকৃত কাঠসহ জীপ গাড়িটি আটক করা হয়। এ অভিযানে নেতৃত্বদেন চুনতি
অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন সহ বনবিভাগের কর্মীরা।
জানা যায়, কিছু অসাধু কাঠ ব্যবসায়ী আধুনগর কুলপাগলীসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে গাছ কেটে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় পাচার করে থাকে। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমন গ্রামীণ সড়ক গুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তবুও কাঠ ব্যবসায়ীদের বেপরোয়া থামছেইনা। গোপন সংবাদেন ভিত্তিতে উল্লেখিত সময়ে চুনতি অভয়ারণ্য বন বিভাগের একটি টিম পাচারকালে কাঠ ভর্তি একটি জীপ গাড়িটি জব্দ করেন।
চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, আমাদের রেঞ্জের আওতাধীন আধুনগর কুলপাগলী এলাকার পশ্চিম পার্শ্বে অভয়ারণ্যের জায়গা থেকে অবৈধভাবে আকাশ মনি কাঠসহ কয়েকটি প্রজাতির কাঠ কাটছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কুলপাগলী বেপারী পাড়া এলাকা থেকে কাঠ ভর্তি একটি জীপ গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও জীপ গাড়িটি অভয়ারণ্য রেঞ্জের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কাঠ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ























