০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ সক্রির ছিনতাইকারী’কে আটক করছে মিরপুর থানা পুলিশ

রাজধানীতে রাত-বিরাতে চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছেন, খোয়াচ্ছেন সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার কিংবা টাকা-পয়সা। বাধা দিলেই ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে অনেকে হচ্ছেন আহত, ঘটছে মৃত্যুর ঘটনাও। এসব ঘটনার প্রেক্ষিতে নগরবাসীকে রাত-বিরাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাতে চলাচল নির্বিঘ্ন করতে এবং ছিনতাইয়ের মতো ঘটনার ঠেকাতে কাজ করছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সক্রিয় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করছে মিরপুর মডেল থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩ টি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজন হলেন, মোঃ বিপ্লব (২৬), মোঃ আলী হোসেন (৩৫) এবং মোঃ জুয়েল(২৬)।

গতকাল রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন কোন স্থানে অবস্থান করেন। এরপর একা কোন পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে ৩ টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

ডিএমপি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’কে বলেন, ছিনতাইকারীদের মধ্যে বড় একটি অংশ মাদকাসক্ত। রাতে বিভিন্ন রাস্তা প্রধান সড়ক কিংবা অলিগলিতে লোকসমাগম কম থাকে। নির্জন জায়গায় কাউকে পেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ সক্রির ছিনতাইকারী’কে আটক করছে মিরপুর থানা পুলিশ

প্রকাশিত : ০২:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

রাজধানীতে রাত-বিরাতে চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছেন, খোয়াচ্ছেন সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার কিংবা টাকা-পয়সা। বাধা দিলেই ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে অনেকে হচ্ছেন আহত, ঘটছে মৃত্যুর ঘটনাও। এসব ঘটনার প্রেক্ষিতে নগরবাসীকে রাত-বিরাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাতে চলাচল নির্বিঘ্ন করতে এবং ছিনতাইয়ের মতো ঘটনার ঠেকাতে কাজ করছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সক্রিয় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করছে মিরপুর মডেল থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩ টি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজন হলেন, মোঃ বিপ্লব (২৬), মোঃ আলী হোসেন (৩৫) এবং মোঃ জুয়েল(২৬)।

গতকাল রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন কোন স্থানে অবস্থান করেন। এরপর একা কোন পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে ৩ টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

ডিএমপি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’কে বলেন, ছিনতাইকারীদের মধ্যে বড় একটি অংশ মাদকাসক্ত। রাতে বিভিন্ন রাস্তা প্রধান সড়ক কিংবা অলিগলিতে লোকসমাগম কম থাকে। নির্জন জায়গায় কাউকে পেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব