র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ ২০২৩ ইং র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘৈর আলীয়াপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে জাল-জালিয়াতির মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম উদ্দিন মিয়া’কে ঢাকা’কে গ্রেফতার করে র্যাব-১০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায় ।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























