দিল্লি ক্যাপিটালসের বিদেশি তারকা মিচেল মার্শ বিয়ে করার জন্য দুই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন। তাই দুই ম্যাচ বসে থাকার পর বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে তাকে তৃতীয় ম্যাচেও একাদশে রাখেনি দিল্লি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে দিল্লি। প্রথম ম্যাচে ঝলক দেখাতে না পারায় দ্বিতীয় ম্যাচে রোভম্যান পাওয়েলকে বেঞ্চ করেছিল দিল্লি। তৃতীয় ম্যাচে মার্শের বদলে বিদেশি হিসেবে জায়গা হয়েছে তার। এছাড়া দলে ফিরেছেন মনিশ পান্ডে ও ললিত যাদব। বাদ পড়েছেন সরফরাজ খান ও আমান খান।
প্রথম ম্যাচের আগে তাড়াহুরো করে মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়েছিল দিল্লি। সবাই ভেবেছিল, ম্যাচ খেলানোর জন্যই হয়তো মোস্তাফিজকে তড়িঘড়ি করে উড়িয়ে নেয়া হয়। তবে সেই ম্যাচে খেলানো হয়নি দ্য ফিজকে।
প্রথম ম্যাচে হারায় গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চার বিদেশিতে একটি পরিবর্তন আনে দিল্লি। তবে তাতেও মোস্তাফিজের ভাগ্যের শিঁকে ছেড়েনি। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রান না পাওয়া রোভম্যান পাওয়েলের বদলে দলে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার আনরিখ নোর্কিয়া।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনীশ পান্ডে, রাইলি রুশো, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), খলিল আহমেদ, কুলদীপ যাদব, মুকেশ কুমার ও এনরিখ নোর্কিয়া।
রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা ও ট্রেন্ট বোল্ট।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























