০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রোজায় মাংসের মূল্য নির্ধারণ

আসন্ন রমজা‌নে রাজধানীবাসীদের হয়রানি থেকে মুক্তি দিতে মাং‌সের মূল্য নির্ধারণ ক‌রেছেন ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপো‌রেশন (ডিএস‌সি‌সি) মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হ‌বে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপু‌রে নগরভব‌নে ব্যবসায়ী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে তিনি মূল্য নির্ধার‌ণের এই ঘোষণা দেন।

সিটি করপোরেশের ঘোষণা অনুযায়ী, এ বছর রমজা‌নে দেশি গরুর মাংস প্র‌তি কেজি ৪৫০ টাকা, বি‌দেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, ম‌হিষের মাংস সর্বোচ্চ ৪২০ টাকা দরে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়া খা‌সির মাংস প্র‌তি কেজি ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল শেখ সালাহউ‌দ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার ক‌মডোর ‌মো. জা‌হিদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও বাংলা‌দেশ মাংস ব্যবসায়ী স‌মি‌তির মহাস‌চিব র‌বিউল আলম উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে, ডিএস‌সি‌সি’র পক্ষ থে‌কে মাংস ব্যবসায়ী‌দের কিছু নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। এর মধ্যে স্বাস্থ্যসম্মত ও হালাল উপা‌য়ে পশু জবাই, বাসি-পচা মাংস বি‌ক্রি না করা এবং মাং‌সের মূল্যতা‌লিকা দৃশ্যমান স্থা‌নে প্রদর্শন করা অন্যতম।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

রোজায় মাংসের মূল্য নির্ধারণ

প্রকাশিত : ০৪:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮

আসন্ন রমজা‌নে রাজধানীবাসীদের হয়রানি থেকে মুক্তি দিতে মাং‌সের মূল্য নির্ধারণ ক‌রেছেন ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপো‌রেশন (ডিএস‌সি‌সি) মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হ‌বে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপু‌রে নগরভব‌নে ব্যবসায়ী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে তিনি মূল্য নির্ধার‌ণের এই ঘোষণা দেন।

সিটি করপোরেশের ঘোষণা অনুযায়ী, এ বছর রমজা‌নে দেশি গরুর মাংস প্র‌তি কেজি ৪৫০ টাকা, বি‌দেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, ম‌হিষের মাংস সর্বোচ্চ ৪২০ টাকা দরে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়া খা‌সির মাংস প্র‌তি কেজি ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল শেখ সালাহউ‌দ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার ক‌মডোর ‌মো. জা‌হিদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও বাংলা‌দেশ মাংস ব্যবসায়ী স‌মি‌তির মহাস‌চিব র‌বিউল আলম উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে, ডিএস‌সি‌সি’র পক্ষ থে‌কে মাংস ব্যবসায়ী‌দের কিছু নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। এর মধ্যে স্বাস্থ্যসম্মত ও হালাল উপা‌য়ে পশু জবাই, বাসি-পচা মাংস বি‌ক্রি না করা এবং মাং‌সের মূল্যতা‌লিকা দৃশ্যমান স্থা‌নে প্রদর্শন করা অন্যতম।