নিজেদর দেশেই তীব্র সমালোনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইস্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলায় সম্মত না হওয়া। এই ঘটনার পর বিসিসিআইকে ‘স্বার্থপর’ বলেছেন মার্ক ওয়াহর মতো সাবেক অজি তারকা। এবার মাঠে নামলেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তার মতে, গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট অত্যন্ত আকর্ষণীয়। সুতরাং ভারতের উচিত ছিল এই অভিজ্ঞতা অর্জন করা।
হরভজন বলেছেন, ‘আমি জানি না, ওরা কেন দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় না। এই ফরম্যাটটা অত্যন্ত আকর্ষণীয়। আমাদের অবশ্যই মাঠে নেমে যাচাই করা উচিত। আমি দিবা-রাত্রির টেস্টকে সমর্থন করি। আমাকে বলুন, গোলাপি বলে খেলার অসুবিধা কী? আপনি খেললে তবেই মানিয়ে নিতে পারবেন। যতটা কঠিন মনে হচ্ছে বাইরে থেকে, গোলাপি বলে খেলা অতটা অসুবিধার নাও হতে পারে।’
হরভজনের সমালোচনার দিনেই বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স প্রধান বিনোদ রাই দিবা-রাত্রির টেস্ট নিয়ে ভারতীয় দলের অবস্থানকে সমর্থন করেন। তিনি বলেন, ‘যদি আমরা সব ম্যাচ জিততে চাই, তবে তাতে আপত্তির কিছু নেই। যে কোনো দল মাঠে নামে জয়ের জন্যই। ৩০ বছর আগে সবাই বলত ভারত টেস্ট খেলতে নামে ড্রয়ের জন্য। এখন আর কেউ সেটা বলে না। সুতরাং, দল যতক্ষণ না দিবা-রাত্রির টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে, ততক্ষণ গোলাপি বলে ক্রিকেট খেলার প্রশ্নই আসে না।’
বিনোদ রাইয়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ভাজ্জি বলেন, ‘এটা একটা নতুন চ্যালেঞ্জ। পারজয়ের ভয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে পিছপা হলে মাঠে নামা উচিত নয়। ইংল্যান্ডের পিচে মেঘাচ্ছন্ন পরিবেশে ক্রিকেট খেলা কম চ্যালেঞ্জের নয়। তাই বলে কি আপনি মেঘ করলে ইংল্যান্ডে খেলতে নামবেন না! লাল বলে যদি সেই চ্যালেঞ্জটা নেওয়া যায়, তবে গোলাপি বলে নয় কেন?’


























