০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘ছায়াবাজি’তে প্রশংসিত মৌসুমী মৌ

কিছুৃদিন আগেই আরটিভির ওটিটি প্লাটফরমে প্রকাশিত হলো সৈয়দ শাকিল পরিচালিত ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী মৌ। ‘ছায়বাজি’তে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপু বিশ^াস’সহ আরো অনেকে। তারিক আনাম খান এদেশের একজন গুনী জীবন্ত কিংবদন্তী অভিনেতা। আবার অপু বিশ^াস এবারই প্রথম কোনো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। অভিনয়ে তিনিও প্রমাণিত। নতুন হিসেবে মৌসুমী মৌ’র ওয়েব ফিল্মে কাজ করাটা ছিলো অনেকটাই চ্যালেঞ্জিং একটি বিষয়। যে কারণে তিনি শুটিং-এর সময় বেশ মন দিয়ে কাজটি করেছেন। যার ফলশ্রুতিতে তিনি ‘ছায়বাজি’তে তার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুঁড়াচ্ছেন। মৌসুমী মৌ বলেন,‘ ছায়াবাজি রিলিজের পর থেকেই এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছি। দেশের নানান’প্রান্ত থেকে দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি। আর আমার খুব কাছের যারা তারাও আমার অভিনয়ের প্রশংসা করছেন। অভিনয়ে আগের চেয়ে ম্যাচুউরিটি এসেছে-এমনটাও শুনছি আমি। নিজের মধ্যেই ভালোলাগা কাজ করছে। আগামীতে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে আমাকে এই ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’ এদিকে মৌসুমী মৌ নিয়মিত এখন একক নায়িকা হিসেবেই নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে একক নায়িকা হিসেবে তার অভিনীত রেজা মাহমুদ পরিচালিত ‘ভুলে যেও আমায়’তে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। এদিকে আগামী বাবা দিবসের জন্য এরইমধ্যে একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মৌসুমী মৌ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বরেণ্য অভিনেতা সমু চৌধুরী। এরইমধ্যে মৌ অভিনীত সাগর জাহান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার অলিগলি’ এনটিভিতে প্রচাপর শুরু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

‘ছায়াবাজি’তে প্রশংসিত মৌসুমী মৌ

প্রকাশিত : ১২:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

কিছুৃদিন আগেই আরটিভির ওটিটি প্লাটফরমে প্রকাশিত হলো সৈয়দ শাকিল পরিচালিত ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী মৌ। ‘ছায়বাজি’তে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপু বিশ^াস’সহ আরো অনেকে। তারিক আনাম খান এদেশের একজন গুনী জীবন্ত কিংবদন্তী অভিনেতা। আবার অপু বিশ^াস এবারই প্রথম কোনো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। অভিনয়ে তিনিও প্রমাণিত। নতুন হিসেবে মৌসুমী মৌ’র ওয়েব ফিল্মে কাজ করাটা ছিলো অনেকটাই চ্যালেঞ্জিং একটি বিষয়। যে কারণে তিনি শুটিং-এর সময় বেশ মন দিয়ে কাজটি করেছেন। যার ফলশ্রুতিতে তিনি ‘ছায়বাজি’তে তার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুঁড়াচ্ছেন। মৌসুমী মৌ বলেন,‘ ছায়াবাজি রিলিজের পর থেকেই এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছি। দেশের নানান’প্রান্ত থেকে দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি। আর আমার খুব কাছের যারা তারাও আমার অভিনয়ের প্রশংসা করছেন। অভিনয়ে আগের চেয়ে ম্যাচুউরিটি এসেছে-এমনটাও শুনছি আমি। নিজের মধ্যেই ভালোলাগা কাজ করছে। আগামীতে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে আমাকে এই ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’ এদিকে মৌসুমী মৌ নিয়মিত এখন একক নায়িকা হিসেবেই নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে একক নায়িকা হিসেবে তার অভিনীত রেজা মাহমুদ পরিচালিত ‘ভুলে যেও আমায়’তে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। এদিকে আগামী বাবা দিবসের জন্য এরইমধ্যে একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মৌসুমী মৌ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বরেণ্য অভিনেতা সমু চৌধুরী। এরইমধ্যে মৌ অভিনীত সাগর জাহান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার অলিগলি’ এনটিভিতে প্রচাপর শুরু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ dh