আলোচিত নায়ক সাইমন সাদিকের সঙ্গে নতুন সিনেমায় যাচ্ছেন অভিনেত্রী সিনেমার মিস্টি মুখ শিরিন শিলা। ছরি নাম “LAST BET’ শেষ বাজি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। সম্প্রতি সম্প্রতি সিনেমায় চৃুক্তিবন্ধ হয়েছেন বলে খবর সংযোগকে সকালে জানিয়েছেন শিরিন শিলা।
শিরিন শিলা বলেন, ‘ last Bet’ শেষ বাজি সিনেমাটির গল্প এক কথায় অসাধারণ। সাইমন ভাইয়ের সঙ্গে বোঝাপড়াটাও হবে।’
শিরিন শিলা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে‘হিটম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘বেগমজান’। প্রতিটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
















