১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

নানান আয়োজনে বর্ষাবরণ

চ্যানেল আই বর্ষাকে বরণে নানান অনুষ্টানের আয়োজন করেছে। এ উপলক্ষে ১৪ জুন রাত ১০টায় বৃষ্টির দৃশ্যায়ন নিয়ে আবদুর রহমান-এর উপস্থাপনায় দেখবেন সিনেমায় বৃষ্টি। ১৫ জুন, পহেলা আষাঢ় সকাল ৭:৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু-তে থাকছে অণিমা রায়-এর পরিবেশনায় বর্ষার গানের বিশেষ আয়োজন। দুপুর ১২:৩০ মিনিটে দেখবেন ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন এর বিশেষ পর্ব। দুপুর ১:৩০ মিনিটে অরুণ চৌধুরীর উপস্থাপনায় এবং সেহাঙ্গল বিপ্লব-এর পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে বৃষ্টি’। দুপুর ৩:০৫ মিনিটে হাবিবুর রহমান খান-এর প্রযোজনায় সাড়া জাগানো চলচ্চিত্র হঠাৎ বৃষ্টি। সন্ধ্যা ৬:২০ মিনিটে রেজাউল করিম কাজল-এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান নাটকে বৃষ্টি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নানান আয়োজনে বর্ষাবরণ

প্রকাশিত : ০৯:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

চ্যানেল আই বর্ষাকে বরণে নানান অনুষ্টানের আয়োজন করেছে। এ উপলক্ষে ১৪ জুন রাত ১০টায় বৃষ্টির দৃশ্যায়ন নিয়ে আবদুর রহমান-এর উপস্থাপনায় দেখবেন সিনেমায় বৃষ্টি। ১৫ জুন, পহেলা আষাঢ় সকাল ৭:৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু-তে থাকছে অণিমা রায়-এর পরিবেশনায় বর্ষার গানের বিশেষ আয়োজন। দুপুর ১২:৩০ মিনিটে দেখবেন ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন এর বিশেষ পর্ব। দুপুর ১:৩০ মিনিটে অরুণ চৌধুরীর উপস্থাপনায় এবং সেহাঙ্গল বিপ্লব-এর পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে বৃষ্টি’। দুপুর ৩:০৫ মিনিটে হাবিবুর রহমান খান-এর প্রযোজনায় সাড়া জাগানো চলচ্চিত্র হঠাৎ বৃষ্টি। সন্ধ্যা ৬:২০ মিনিটে রেজাউল করিম কাজল-এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান নাটকে বৃষ্টি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ