বৃহস্পতিবার (২৯ জুলাই) ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলকায় পশু কোরবানি করা হবে। কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। প্রস্তুত আছেন ১৯ হাজার ২৪৪ জন পরিচ্ছন্নতা কর্মী। বৃহস্পতিবার দুপুর ২টায় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা হয়েছে। বর্জ্য অপসারণে প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলি ব্যাগ বিতরণ করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, ঈদের দিন দুপুর ২টায় বর্জ্য অপসারণের উদ্বোধন করবেন দুই মেয়র। বৃহস্পতিবার ঢাকার দুই সিটি কর্পোরেশনে পৌনে ৫ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশু থেকে ৩০ হাজার টন বর্জ্য সৃষ্টি হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম তদারকি করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ ও যান্ত্রিক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ১টি, টায়ার ডোজার ৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক ৯৬ টি, কম্পেক্টর ৫৩টি, পানিবাহী গাড়ি ৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে।


























