০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মিউজিক্যাল ফান শো গান ইন ফান

গান নিয়ে এই অনুষ্ঠানটি গত কয়েকবছর ধরে এটিএন বাংলার ঈদের বিশেষ আয়োজনে প্রচার হয়ে আসছে। ইতিমধ্যেই অনুষ্ঠানটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে ইউটিউবের মাধ্যমে দর্শকদের কমেন্টস খুবই পজিটিভ। এই অনুষ্ঠানটি যাতে নিয়মিত হয় তা উল্লেখ করে নেটিজেনরা কমেন্টস করে থাকেন।

পুরো অনুষ্ঠানের মাঝে ছোট ছোট ক্লিপিংসও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারও অনুষ্ঠানে তুলে ধরা হবে গান নিয়ে মজার ৩টি সেগমেন্ট। সেই সাথে থাকবে শিল্পীদের সঙ্গে মজার আলাপচারিতা। অনুষ্ঠানে অংশ নিয়েছেন-তানভীর সরকার, অংকন, নওরিন, পলাশ, কাজল, আয়েশা মৌসুমী, রন্টি দাস, সাদিয়া লিজা, আতিক ইসলাম। মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় “গান ইন ফান” প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ১১টায়।

 

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

মিউজিক্যাল ফান শো গান ইন ফান

প্রকাশিত : ০৪:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

গান নিয়ে এই অনুষ্ঠানটি গত কয়েকবছর ধরে এটিএন বাংলার ঈদের বিশেষ আয়োজনে প্রচার হয়ে আসছে। ইতিমধ্যেই অনুষ্ঠানটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে ইউটিউবের মাধ্যমে দর্শকদের কমেন্টস খুবই পজিটিভ। এই অনুষ্ঠানটি যাতে নিয়মিত হয় তা উল্লেখ করে নেটিজেনরা কমেন্টস করে থাকেন।

পুরো অনুষ্ঠানের মাঝে ছোট ছোট ক্লিপিংসও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারও অনুষ্ঠানে তুলে ধরা হবে গান নিয়ে মজার ৩টি সেগমেন্ট। সেই সাথে থাকবে শিল্পীদের সঙ্গে মজার আলাপচারিতা। অনুষ্ঠানে অংশ নিয়েছেন-তানভীর সরকার, অংকন, নওরিন, পলাশ, কাজল, আয়েশা মৌসুমী, রন্টি দাস, সাদিয়া লিজা, আতিক ইসলাম। মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় “গান ইন ফান” প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ১১টায়।

 

বিজনেস বাংলাদেশ/ bh