কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী থেকে অভিযান চালিয়ে অবৈধ ২ টি করাত কল উচ্ছেদ ও বিপুল পরিমাণ কাঠ’ জব্দ করেন, উখিয়া বনবিভাগ।
উখিয়া রেঞ্জের বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৩ জুলাই ) দুপুর ২ টায় উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ও রেঞ্জ কর্মকতা গাজী শফিউল আলমের নেতৃত্বে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজ ঘোনা সংলগ্ন এলাকা থেকে ২টি অবৈধ করাত কল ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।
করাত কল দুটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনের গাছ নিধন করে আসছিলেন বলে জানা যায়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিট কর্মকর্তা ছৈয়দ আলম, রাকিব হোসেন, সাজ্জাদুজ জামান, বিকাশ ও উখিয়া থানা পুলিশ’সহ আরও অনেকেই।
এ বিষয়ে, রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্দ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দকৃত মালামাল ও জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত বন আইনে মামলা দায়ের করা হবে। ইনশাআল্লাহ, আগামীতেও এরুপ অভিযান অব্যাহত থাকবে।






















