পাকিস্তানের প্রবীন রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রোববার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ওই বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন বলেও জানান তিনি।
খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ জিও নিউজকে বলেন, ‘এক জেইউআই-এফ নেতার বক্তৃতার সময় বিস্ফোরণটি ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।’
আহতদের তিমারগাড়া এবং পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার জরুরি সহায়তা বিভাগের কর্মকর্তারা।
খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আখতার হায়াত খান হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি আত্মঘাতী হামলা ছিল।
তদন্ত দল বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন আইজিপি।
এদিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এরইমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তদন্ত করতে এবং দ্রুত সময়ের মধ্যে দায়ীদের চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন।
পরিস্থিতি তদারকি করতে বাজুয়ারে পৌঁছেছেন ফ্রন্টিয়ার কোরের (এফসি) আইজি মেজর জেনারেল নূর ওয়ালী খান। এদিকে, সিএমএইচ পেশোয়ারকে সতর্ক করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
























