১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

রাজকীয়ভাবে প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষর্থীরা

মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যাতায়াত করতেন প্রধান শিক্ষক মোঃ দুলাল আহমেদ। এভাবে প্রায় তের বছর নওগাঁর বদলগাছী উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর সময় কেটেছে।

তবে বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল তাঁর জন্য অন্য রকম একটি দিন। এই দিনেও তিনি বিদ্যালয়ে এসেছিলেন মোটরসাইকেলে চড়ে। তবে তিনি বিদ্যালয় থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বাড়ি ফিরেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও তাঁর দুই সন্তান। সুসজ্জিত সেই ঘোড়ার গাড়িটিতে রশি বেঁধে টেনে নিয়ে গেছেন তাঁর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তিনি দীর্ঘ টানা ৩৬ বছর পর বৃহস্পতিবার শিক্ষকতার চাকুরি থেকে অবসরে গেলেন।

প্রিয় এই শিক্ষককে বিদায় জানাতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন। এ উপলক্ষে ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

প্রাক্তন ছাত্র নওগাঁ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক প্রাক্তন ছাত্র মোঃ নাসিম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-এমরান হোসেন, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, অনলাইন পোর্টাল জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বায়জিদ হোসেন। নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা,ভরট্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য শেষে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভোচ্ছা জানানো হয়।

এরপর তাঁকে কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, লাঠি, ছাতা, ক্রেস্ট সহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দুপুরে বিদ্যালয়ে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। এতে ভরট্ট গ্রামবাসী, প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীর, অভিভাবক ও শুভানুধ্যয়ীরা অংশ নেয়। এরপর বিদ্যালয় মাঠে রাখা সুজ্জিত ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে তাঁকে উঠানো হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ঘোড়ার গাড়িতে রশি বেঁধে টেনে বিদ্যালয়ের সীমানা পার করে দেন।

প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন বলেন, দুলাল স্যার খুব ভালো শিক্ষক ছিলেন। আজকে চাকুরি থেকে তিনি অবসরে যাচ্ছেন।
একারণে আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনার আয়োজন করেছি। অনুষ্ঠানে স্যারকে বিভিন্ন সামগ্রি উপহার দেওয়া হয়েছে। দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল। স্যার ও স্যারের স্ত্রী ও সন্তানদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

বালুভরা ইউপির চেয়ারম্যান আল-এমরান হোসেন বলেন, প্রধান শিক্ষক দুলাল আহমেদ নিঃসন্দেহ একজন ভালো শিক্ষক ছিলেন। বিদায় অনুষ্ঠানে লোকজনের উপস্থিতিই সেটি প্রমাণ করেছে। অবসরকালীন সময় ভালো কাটুক এই প্রত্যাশা করছি।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দুলাল আহমেদ বলেন, চাকুরি জীবনে অবসর খুব সাধারণ একটি ঘটনা। সাধারণত এত জাঁকজমকভাবে কাউকে বিদায় দেওয়া হয় না। কিন্তু আমার বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি আমার জীবনের এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আনুষ্ঠানিকভাবে আমাকে বিদায় দেওয়া হবে এটা কখনো ভাবতে পারিনি। গ্রামের মানুষও খুব খুশি। এ জন্য আমি আমার প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদের ধন্যবাদ জানাই।

বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, আজকের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান প্রমাণ করে যে দুলাল আহমেদ নিসন্দেহে একজন ভালো শিক্ষক ছিলেন। একটি অজোপাড়াগায়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এত জাঁকজমক ও রাজকীয়ভাবে বিদায় জানানো হবে তা কল্পনা করতে পারিনি। তবে আমার জীবনে প্রথম দেখলাম কোন শিক্ষক এতো সম্মান নিয়ে কেউ বিদায় নিলেন।

ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ দুলাল আহমেদ এর বাড়ি নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামে। তিনি ১৯৮৭ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন। তিনি ২০১০ সালে ভরট্ট সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান
করেন।

বিজনেস বাংলাদেশ/ একে

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

রাজকীয়ভাবে প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষর্থীরা

প্রকাশিত : ০১:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যাতায়াত করতেন প্রধান শিক্ষক মোঃ দুলাল আহমেদ। এভাবে প্রায় তের বছর নওগাঁর বদলগাছী উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর সময় কেটেছে।

তবে বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল তাঁর জন্য অন্য রকম একটি দিন। এই দিনেও তিনি বিদ্যালয়ে এসেছিলেন মোটরসাইকেলে চড়ে। তবে তিনি বিদ্যালয় থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বাড়ি ফিরেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও তাঁর দুই সন্তান। সুসজ্জিত সেই ঘোড়ার গাড়িটিতে রশি বেঁধে টেনে নিয়ে গেছেন তাঁর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তিনি দীর্ঘ টানা ৩৬ বছর পর বৃহস্পতিবার শিক্ষকতার চাকুরি থেকে অবসরে গেলেন।

প্রিয় এই শিক্ষককে বিদায় জানাতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন। এ উপলক্ষে ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

প্রাক্তন ছাত্র নওগাঁ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক প্রাক্তন ছাত্র মোঃ নাসিম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-এমরান হোসেন, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, অনলাইন পোর্টাল জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বায়জিদ হোসেন। নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা,ভরট্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য শেষে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভোচ্ছা জানানো হয়।

এরপর তাঁকে কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, লাঠি, ছাতা, ক্রেস্ট সহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দুপুরে বিদ্যালয়ে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। এতে ভরট্ট গ্রামবাসী, প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীর, অভিভাবক ও শুভানুধ্যয়ীরা অংশ নেয়। এরপর বিদ্যালয় মাঠে রাখা সুজ্জিত ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে তাঁকে উঠানো হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ঘোড়ার গাড়িতে রশি বেঁধে টেনে বিদ্যালয়ের সীমানা পার করে দেন।

প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন বলেন, দুলাল স্যার খুব ভালো শিক্ষক ছিলেন। আজকে চাকুরি থেকে তিনি অবসরে যাচ্ছেন।
একারণে আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনার আয়োজন করেছি। অনুষ্ঠানে স্যারকে বিভিন্ন সামগ্রি উপহার দেওয়া হয়েছে। দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল। স্যার ও স্যারের স্ত্রী ও সন্তানদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

বালুভরা ইউপির চেয়ারম্যান আল-এমরান হোসেন বলেন, প্রধান শিক্ষক দুলাল আহমেদ নিঃসন্দেহ একজন ভালো শিক্ষক ছিলেন। বিদায় অনুষ্ঠানে লোকজনের উপস্থিতিই সেটি প্রমাণ করেছে। অবসরকালীন সময় ভালো কাটুক এই প্রত্যাশা করছি।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দুলাল আহমেদ বলেন, চাকুরি জীবনে অবসর খুব সাধারণ একটি ঘটনা। সাধারণত এত জাঁকজমকভাবে কাউকে বিদায় দেওয়া হয় না। কিন্তু আমার বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি আমার জীবনের এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আনুষ্ঠানিকভাবে আমাকে বিদায় দেওয়া হবে এটা কখনো ভাবতে পারিনি। গ্রামের মানুষও খুব খুশি। এ জন্য আমি আমার প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদের ধন্যবাদ জানাই।

বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, আজকের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান প্রমাণ করে যে দুলাল আহমেদ নিসন্দেহে একজন ভালো শিক্ষক ছিলেন। একটি অজোপাড়াগায়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এত জাঁকজমক ও রাজকীয়ভাবে বিদায় জানানো হবে তা কল্পনা করতে পারিনি। তবে আমার জীবনে প্রথম দেখলাম কোন শিক্ষক এতো সম্মান নিয়ে কেউ বিদায় নিলেন।

ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ দুলাল আহমেদ এর বাড়ি নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামে। তিনি ১৯৮৭ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন। তিনি ২০১০ সালে ভরট্ট সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান
করেন।

বিজনেস বাংলাদেশ/ একে