ময়মনসিংহের গৌরীপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে ১৭আগস্ট (বৃহস্পতিবার) গৌরীপুর-শাহগঞ্জ সড়কের উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর নামক স্থানে। দূর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আয়নল হকের ছেলে রাজন (২০) নিহত ও পাশ্ববর্তী নান্দাইল উপজেলার আঃ মোতালিবের ছেলে মাসুদ (৩২) আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল দাড়িয়াপুরনামক স্থানে এসে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। এসময় মোটরসাইকেলে থাকা ২আরোহী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুমা বিশ্বাস রাজনকে মৃত ঘোষনা করে।
গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মাহামুদুল হাসান বলেন, মোটরসাইকেল আরোহী নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘনায় পড়ে নিহত হয়েছে। তাই এব্যাপারে কোন অভিযোগ নেই।
বিজনেস বাংলাদেশ/ bh






















