সাতকানিয়া উত্তর ঢেমশা মাইজ পাড়া এলাকায় কেরানী হাট নুরুল কোরআন মাদ্রাসায় ১০ বছরের শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে ,
১৯আগস্ট শনিবার ,সকালে বিষয়টি জানা জানি হলে বলাৎকারের শিকার হওয়া শিশুর অভিভাবক সহ এলাকার লোক জন মাদ্রাসায় আসে, বিষয়টি পুলিশ কে জানালে ঢেমশা চৌধুরী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কাজী জাহাঙ্গীর আলম তদন্তে আসেন। বৈঠক হয় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আলম স্থানীয় মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে।
এ সময় বলাৎকারের শিকার হেফজ বিভাগের দুই ছাত্র তানভির হোসেন ও আরিফুল ইসলাম আলিফ
জানায় শিক্ষক জাহেদুল ইসলাম অনেক দিন যাবত
কয়েকজন ছাত্রের সাথে খারাপ আচরণ করছে, তারা ছাড়াও আরো তিন জনের সাথে এমনটি করেছেন। তারা অনেকদিন ধরে এ বিষয়টি সবাইকে জানাতে চেষ্টা করছিল অন্যান্য হুজুরদের বললে তারা বিশ্বাস করত না এমনকি কথাগুলো না বলার জন্য ঐ শিক্ষক আমাদের মেরে ফেলবে বলে ভয় দেখায়। শিক্ষকের এমন আচরণের জন্য অনেক ছাত্র চলে যায় বর্তমানে ৩৮জন হেফজ বিভাগে রয়েছে।
এদিকে অভিযুক্ত শিক্ষক জাহেদুল ইসলাম গতকাল থেকে পলাতক রয়েছে।
এই বিষয়ে নুরানী শিক্ষক সলিমুল ইসলাম, বলেন, ২বছর ধরে আছি এখানে এর আগে কখনো মাদ্রাসায় কোন সমস্যা হয়নি, সকালে আসি বিকেলে চলে যায়, যদি শিক্ষক ছাত্রদের সাথে খারাপ আচরণ করে থাকে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে না হলে অন্যান্য শিক্ষকদের ও বদনাম হবে।
নুরানী শিক্ষক আব্দুর রহমান বলেন, চার বছর ধরে এই মাদ্রাসায় নূরানী পড়াচ্ছি কোমলমতি শিশুদের সাথে এমন আচরণ মোটেও কাম্য নয়।
মাদ্রাসার এমন কয়েকটি ঘটনা জন্য সবকটি মাদ্রাসাকে দোষারোপ করেন অভিভাবকরা।
মাদ্রাসা পরিচালক হেলাল উদ্দিন বলেন, এই মাদ্রাসায় হেফজ, নাজেরা,নূরানী বিভাগের পাঠদান চলছে নুরানীতে ২০০ জন,হেফজ বিভাগে ৩৮ জন ছাত্র ছাত্রী রয়েছে নুরানীতে যারা রয়েছে তারা সকালে আসে বিকেলে ছুটি হয়ে যায়, হেফজ বিভাগে যারা আছে তারা রাতে থাকে তবে শিক্ষক জাহেদুল ইসলামের এমন ঘটনায় আমি লজ্জিত
ছাত্রদের সাথে যদি তিনি খারাপ আচরণ করে থাকেন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিবে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল আলম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রীদের অভিভাবক স্থানীয় মেম্বার ও পুলিশ সহ আমরা বিষয়টি তদন্ত করছি ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এস আই কাজী জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসায় বলাৎকারের শিকার দুজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছি তারা ছাড়াও আরো কয়েকজনের সাথে এমন আচরণ করেছে বলে জানিয়েছে তারা।
বিষয়টি তদন্ত করছি, তাদের অভিভাবক থানায় অভিযোগ করলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমন ঘটনায় ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিভাবকরা।
বিজনেস বাংলাদেশ/ bh






















