০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি ও টিয়ারসেলে আহত ১৫

বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির বিক্ষোভ ও পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। অপরদিকে পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ারসেলে প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে।

সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পদযাত্রা বের করা হয়। পদযাত্রার শেষদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের উপর ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। অপরদিকে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ও মূহুর্মুহু গুলি ছুড়ে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ালসেল থেকে বাঁচতে সড়কে আগুন দেয়।

সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বিএনপির নেতারা দাবি করে জানান, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এখনো বিস্তারিত বলা যাবে না। বিএনপি নেতাকর্মীরা এখনো বিভিন্ন পয়েন্টে অবস্থানে থেকে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি ও টিয়ারসেলে আহত ১৫

প্রকাশিত : ০৮:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির বিক্ষোভ ও পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। অপরদিকে পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ারসেলে প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে।

সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পদযাত্রা বের করা হয়। পদযাত্রার শেষদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের উপর ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। অপরদিকে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ও মূহুর্মুহু গুলি ছুড়ে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ালসেল থেকে বাঁচতে সড়কে আগুন দেয়।

সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বিএনপির নেতারা দাবি করে জানান, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এখনো বিস্তারিত বলা যাবে না। বিএনপি নেতাকর্মীরা এখনো বিভিন্ন পয়েন্টে অবস্থানে থেকে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করছে।

বিজনেস বাংলাদেশ/ bh