০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

‘বান্ধবীর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে আবেদন সৃষ্টিকারী পুরুষ আমি’

এমন উদযাপনের পর হলুদ কার্ড দেখতে হয় অবধারিতভাবে। রোনালদো সেটা জানেন। তারপরও ঠিক ওভাবেই গোল উদযাপন করেন। সিআর সেভেন বলছেন, যতদিন খেলব ততদিন এমন উদযাপন চলবে।

সব ম্যাচে অবশ্য রোনালদোকে এই উদযাপন করতে দেখা যায় না। তবে হাইভোল্টেজ ম্যাচে গোল করলে ‘সি সেলব্রেশন’ করবেনই রোনালদো। জার্সি খুলে শূন্যে ঝাঁপ। তার পর দু’পা ছড়িয়ে দাঁড়ান অনন্য স্টাইলে। রোনালদো এমন স্টাইলে তার ভক্তকূল মোহাচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু শাস্তির কথা জেনেও রোনালদো কেন বারবার জামা খুলে গোলের উদযাপন করেন?

পর্তুগীজ তারকা রাখঢাক না রেখেই বলছেন, আমার বান্ধবী জর্জিনা বলে, আমি দুনিয়ার সবচেয়ে আবেদন সৃষ্টিকারী পুরুষ। তাই জামা খুলে উদযাপন আমাকে মানায়। জর্জিনার এই দাবিকে সমর্থন জানাতেই আমার ‘সি সেলিব্রেশন’।

রোনালদোর দাবি, অনেকেই তার এই উদযাপনের নাম ঠিক করে উচ্চারণ করতে পারেন না। ‘কেউ কেউ বলে ‘সু সেলিব্রেশন’। ওটা ভুল।

বলছিলেন রিয়ালের তারকা। তিনি আরও জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতে এই উদযাপন বন্ধ করার কথা তার মাথায় নেই।

ট্যাগ :
জনপ্রিয়

সরওয়ার আলমগীরের প্রতীক বরাদ্দ বৈধ, অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী

‘বান্ধবীর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে আবেদন সৃষ্টিকারী পুরুষ আমি’

প্রকাশিত : ০৭:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮

এমন উদযাপনের পর হলুদ কার্ড দেখতে হয় অবধারিতভাবে। রোনালদো সেটা জানেন। তারপরও ঠিক ওভাবেই গোল উদযাপন করেন। সিআর সেভেন বলছেন, যতদিন খেলব ততদিন এমন উদযাপন চলবে।

সব ম্যাচে অবশ্য রোনালদোকে এই উদযাপন করতে দেখা যায় না। তবে হাইভোল্টেজ ম্যাচে গোল করলে ‘সি সেলব্রেশন’ করবেনই রোনালদো। জার্সি খুলে শূন্যে ঝাঁপ। তার পর দু’পা ছড়িয়ে দাঁড়ান অনন্য স্টাইলে। রোনালদো এমন স্টাইলে তার ভক্তকূল মোহাচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু শাস্তির কথা জেনেও রোনালদো কেন বারবার জামা খুলে গোলের উদযাপন করেন?

পর্তুগীজ তারকা রাখঢাক না রেখেই বলছেন, আমার বান্ধবী জর্জিনা বলে, আমি দুনিয়ার সবচেয়ে আবেদন সৃষ্টিকারী পুরুষ। তাই জামা খুলে উদযাপন আমাকে মানায়। জর্জিনার এই দাবিকে সমর্থন জানাতেই আমার ‘সি সেলিব্রেশন’।

রোনালদোর দাবি, অনেকেই তার এই উদযাপনের নাম ঠিক করে উচ্চারণ করতে পারেন না। ‘কেউ কেউ বলে ‘সু সেলিব্রেশন’। ওটা ভুল।

বলছিলেন রিয়ালের তারকা। তিনি আরও জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতে এই উদযাপন বন্ধ করার কথা তার মাথায় নেই।