বিজনেস বাংলাদেশ/বিএইচ
মাদারীপুরের রাজৈরের সোমবার (২৮ আগষ্ট) গভীর রাতে হোসেনপুর ইউনিয়নের বিদ্যানন্দী এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ বেলায়েত মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন।
মাদক ব্যবসায়ী বেলায়েত মোল্লা (৩৮) পাইকপাড়া ইউনিয়নের রানী পুকুরপাড় গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, সোমবার (২৮ আগষ্ট) গভীর রাতে হোসেনপুর ইউনিয়নের বিদ্যানন্দী বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কের চেকপোস্ট থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে দিনের বেলায় ইজিবাইক চালাত রাতে মাদক ব্যবসা করতো। রাজৈর থানায় কেউ মাদক ব্যবসা করতে পারবেনা, কেউ করলে তাকে অবশ্যই রাজৈর ছাড়তে হবে।
এ সংক্রান্তে রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে মঙ্গলবার (২৯ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়।






















