০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে বাদির বাড়ির সামনে উল্লাস

টাঙ্গাইলের গোপালপুরে ধর্ষন চেষ্টা মামলায় জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস এবং ওই মামলার বাদির বাড়িতে গিয়ে হুমকির ঘটনায় আতংকে রয়েছে পুরো পরিবার। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বাদি। এদিকে পুলিশ ধর্ষন চেষ্টার মামলায় সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বিকেলে গোপালপুরের উখিয়াবাড়ি গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে একই গ্রামের আলেফ শেখ (৭০) নামক এক ব্যক্তি ধর্ষনের চেষ্টা করে। ওই শিশু চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ওইদিনই শিশুর মা বাদি হয়ে গোপালপুর থানায় মামলা করেন। ওইরাতেই পুলিশ আলেফ শেখকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জেল হাজতে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার আলেফ শেখ আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর রাত নয়টার দিকে গলায় ফুলের মালা দিয়ে তার আত্মীয়স্বজনরা বাদ্যযন্ত্র বাজিয়ে গ্রামে বরণ করে নেয়। গ্রামে ঢুকে তারা বিভিন্ন পাড়ায় আলেফ শেখকে নিয়ে নেচে গেয়ে মহড়া দেয়। পরে মামলার বাদির বাড়ির সামনে গিয়ে উল্লাস করে। বাদি জানান, এসময় তারা গালাগাল করেন এবং এ মামলা করার প্রতিশোধ নেবেন বলে হুমকি দেয়। এই উল্লাসের সময় আতংকে ওই শিশু এবং তার পরিবারের সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। তাদের অভিযোগ এই উল্লাসের সময় আলেফ শেখের আইনজীবী এবং এই গ্রামের অধিবাসী রবিউল হাসানও অংশ নেন।
ওই শিশুর মা এবং ধর্ষন চেষ্টা মামলার বাদি তার বাড়ির সামনে উল্লাস ও হুমকির ঘটনায় গত শনিবার গোপালপুর থানায় সাধারণ ডায়েরি করেন। গত রোববার শিশুর মা গোপালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এক আবেদনে ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি আইনজীবী রবিউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে ধর্ষন চেষ্টা মামলায় আলেফ শেখের বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা গোপালপুরের হেমনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, তদন্তে আলেফ শেখের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ধর্ষন চেষ্টা মামলার বাদির বাড়িতে আসামী ও তার লোকজন বাদ্যযন্ত্র নিয়ে উল্লাসের ঘটনায় যে সাধারণ ডায়েরি হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে এর সাথে সম্পৃক্তদের চিহিৃত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী আতাউর রহমান খান জানান, ধর্ষন চেষ্টা মামলার আসামী জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে যে উল্লাস করেছে এটা আইনের পরিপন্থী কাজ। তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সাথে এই আসামীর জামিন বাতিলের জন্য মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে তিনি আদালতে আবেদন জানাবেন বলেও জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

টাঙ্গাইলে জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে বাদির বাড়ির সামনে উল্লাস

প্রকাশিত : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

টাঙ্গাইলের গোপালপুরে ধর্ষন চেষ্টা মামলায় জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস এবং ওই মামলার বাদির বাড়িতে গিয়ে হুমকির ঘটনায় আতংকে রয়েছে পুরো পরিবার। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বাদি। এদিকে পুলিশ ধর্ষন চেষ্টার মামলায় সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বিকেলে গোপালপুরের উখিয়াবাড়ি গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে একই গ্রামের আলেফ শেখ (৭০) নামক এক ব্যক্তি ধর্ষনের চেষ্টা করে। ওই শিশু চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ওইদিনই শিশুর মা বাদি হয়ে গোপালপুর থানায় মামলা করেন। ওইরাতেই পুলিশ আলেফ শেখকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জেল হাজতে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার আলেফ শেখ আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর রাত নয়টার দিকে গলায় ফুলের মালা দিয়ে তার আত্মীয়স্বজনরা বাদ্যযন্ত্র বাজিয়ে গ্রামে বরণ করে নেয়। গ্রামে ঢুকে তারা বিভিন্ন পাড়ায় আলেফ শেখকে নিয়ে নেচে গেয়ে মহড়া দেয়। পরে মামলার বাদির বাড়ির সামনে গিয়ে উল্লাস করে। বাদি জানান, এসময় তারা গালাগাল করেন এবং এ মামলা করার প্রতিশোধ নেবেন বলে হুমকি দেয়। এই উল্লাসের সময় আতংকে ওই শিশু এবং তার পরিবারের সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। তাদের অভিযোগ এই উল্লাসের সময় আলেফ শেখের আইনজীবী এবং এই গ্রামের অধিবাসী রবিউল হাসানও অংশ নেন।
ওই শিশুর মা এবং ধর্ষন চেষ্টা মামলার বাদি তার বাড়ির সামনে উল্লাস ও হুমকির ঘটনায় গত শনিবার গোপালপুর থানায় সাধারণ ডায়েরি করেন। গত রোববার শিশুর মা গোপালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এক আবেদনে ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি আইনজীবী রবিউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে ধর্ষন চেষ্টা মামলায় আলেফ শেখের বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা গোপালপুরের হেমনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, তদন্তে আলেফ শেখের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ধর্ষন চেষ্টা মামলার বাদির বাড়িতে আসামী ও তার লোকজন বাদ্যযন্ত্র নিয়ে উল্লাসের ঘটনায় যে সাধারণ ডায়েরি হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে এর সাথে সম্পৃক্তদের চিহিৃত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী আতাউর রহমান খান জানান, ধর্ষন চেষ্টা মামলার আসামী জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে যে উল্লাস করেছে এটা আইনের পরিপন্থী কাজ। তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সাথে এই আসামীর জামিন বাতিলের জন্য মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে তিনি আদালতে আবেদন জানাবেন বলেও জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ