০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত রাত ৯ টার দিকে জৈনপুর পায়েল জুয়েলাস এ ডাকাতি হয়।

দোকান মালিক সুনীল মন্ডল বলেন, ডাকাতদল তাকে মেরে তার কাছে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার, ২৮ ভরি রূপার অলংকার ও নগদ টাকা লুটে নিয়েছে। তিনি চিৎকার দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে৷

সুনীল মন্ডলের চাচাতু ভাই সাধন মন্ডল জানান, কিছু সময় ধরে আমি চিল্লাচিল্লি শব্দ পাচ্ছি৷ পরে আমি দোকান থেকে বের হয়ে দেখি আমার চাচাতু ভাই সুনীল কে কিছু লোক টানা হেছরা করছে৷ আমি গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করি৷ আশপাশের অনেক লোক তার চিৎকারে চলে আসে ৷ ডাকাতদল একটি গাড়িতে করে ৭/৮ জন ছিলো৷ লোকজন চলে আসলে তারা বলতে থাকে গুলি কর গুলি কর৷ গুলির করার কথা শুনে লোকজন পিছু হটলে ডাকাতদল গাড়িতে উঠে দ্রুত গতিতে পালিয়ে যায়৷
স্হানীও যুবক বাপ্পী পুদ্দার বলেন, আমরা কেরামবোড খেলছিলাম৷ হঠাৎ চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে যাই৷ চেনামিচি শুনা যাচ্ছে আর গাড়িতে বসা আছে কয়েকজন আর দুইজন ব্যক্তি বাহিরে এসে সুনীল কাকা কে টানা হেচড়া করছে৷ আমরা আর একটু এগুতেই ডাকাত দলের লোকেরা বলতে থাকে গুলি কর গুলি কর৷ গুলির কথা শুনে আমরা অনেকেই পিছু হটি৷ একটু পরেই গাড়িটি দ্রুত গতিতে ছেড়ে চলে যায়৷
কেরানীগঞ্জ মডেল থানার (ওসি) মামুনুর রশিদ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত : ০৫:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত রাত ৯ টার দিকে জৈনপুর পায়েল জুয়েলাস এ ডাকাতি হয়।

দোকান মালিক সুনীল মন্ডল বলেন, ডাকাতদল তাকে মেরে তার কাছে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার, ২৮ ভরি রূপার অলংকার ও নগদ টাকা লুটে নিয়েছে। তিনি চিৎকার দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে৷

সুনীল মন্ডলের চাচাতু ভাই সাধন মন্ডল জানান, কিছু সময় ধরে আমি চিল্লাচিল্লি শব্দ পাচ্ছি৷ পরে আমি দোকান থেকে বের হয়ে দেখি আমার চাচাতু ভাই সুনীল কে কিছু লোক টানা হেছরা করছে৷ আমি গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করি৷ আশপাশের অনেক লোক তার চিৎকারে চলে আসে ৷ ডাকাতদল একটি গাড়িতে করে ৭/৮ জন ছিলো৷ লোকজন চলে আসলে তারা বলতে থাকে গুলি কর গুলি কর৷ গুলির করার কথা শুনে লোকজন পিছু হটলে ডাকাতদল গাড়িতে উঠে দ্রুত গতিতে পালিয়ে যায়৷
স্হানীও যুবক বাপ্পী পুদ্দার বলেন, আমরা কেরামবোড খেলছিলাম৷ হঠাৎ চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে যাই৷ চেনামিচি শুনা যাচ্ছে আর গাড়িতে বসা আছে কয়েকজন আর দুইজন ব্যক্তি বাহিরে এসে সুনীল কাকা কে টানা হেচড়া করছে৷ আমরা আর একটু এগুতেই ডাকাত দলের লোকেরা বলতে থাকে গুলি কর গুলি কর৷ গুলির কথা শুনে আমরা অনেকেই পিছু হটি৷ একটু পরেই গাড়িটি দ্রুত গতিতে ছেড়ে চলে যায়৷
কেরানীগঞ্জ মডেল থানার (ওসি) মামুনুর রশিদ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh